• ক্রমশ শক্তি বাড়ছে নিম্নচাপের, বাংলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
    প্রতিদিন | ২৫ অক্টোবর ২০২৫
  • নিরুফা খাতুন: দুর্গাপুজোয় দুপুরের দিকে বৃষ্টি হলেও তেমন সমস্যায় পড়তে হয়নি উৎসবমুখর বাঙালিকে। তবে ছটপুজো এবং জগদ্ধাত্রী পুজোয় আবহাওয়া বদলের সম্ভাবনা। কারণ, দক্ষিণ বঙ্গোপসাগরে ক্রমশ শক্তি বাড়ছে নিম্নচাপের। তার ফলে ভারী বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। বইতে পারে ঝোড়ো হাওয়াও।

    আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, একের পর এক নিম্নচাপ বঙ্গোপসাগরে! দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের নিম্নচাপ শক্তি হারাচ্ছে। এই নিম্নচাপ ঘূর্ণাবর্তে পরিণত হওয়ার পরে দক্ষিণ-পূর্ব আরব সাগরের নিম্নচাপের সঙ্গে মিশে যাবে। আরব সাগরেই এই সিস্টেম শক্তিশালী হবে। এর ল্যান্ডফলের সম্ভাবনা কম। তবে দক্ষিণ বঙ্গোপসাগরে নিম্নচাপ শনিবার সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে। রবিবার গভীর নিম্নচাপে পরিণত হবে অতি গভীর নিম্নচাপে। সোমবার সকালে ঘূর্ণিঝড়ে পরিণত হবে। ঘূর্ণিঝড়ের অভিমুখ থাকবে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক।

    শনিবার আকাশ পরিষ্কার থাকবে। রবিবার থেকে উপকূলের কাছাকাছি জেলাগুলির আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা। ওইদিন দক্ষিণ ২৪ পরগনার কিছু অংশে হালকা বৃষ্টির সম্ভাবনা। সোমবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। মঙ্গলবার কলকাতা-সহ হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। বৃষ্টির সঙ্গে উপকূল ও উপকূল সংলগ্ন জেলাগুলিতে ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। বুধবার হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সতর্কতা। বৃহস্পতিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, নদিয়া ও মুর্শিদাবাদে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। আগামী সোম ও মঙ্গলবার মৎস্যজীবীদের সমুদ্রে যাতায়াতের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
  • Link to this news (প্রতিদিন)