প্যারোলে ছাড়া পেয়ে ফেরার হয়েও সিআইডির হাতে গ্রেপ্তার! হুগলির সেই মানিকলালের দেহ উদ্ধার জেলে
প্রতিদিন | ২৫ অক্টোবর ২০২৫
সুমন করাতি, হুগলি: প্যারেলে বেরিয়ে গা ঢাকা দিয়েছিল আসামী। পরে সিআইডির হাতে গ্রেপ্তার হয়। সেই যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীর হুগলি সংশোধনাগারে অস্বাভাবিক মৃত্যু। শুক্রবার জেলের ভিতরে ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করেন কারারক্ষীরা। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। ঘটনায় বাকি বন্দিদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে। তদন্তে পুলিশ।
মৃত আসামীর নাম শেখ মানিকলাল। বয়স ৪৫ বছর। হুগলি চণ্ডীতলার কাপাসারিয়া দক্ষিণপাড়ার বাসিন্দা। ২০১৬ সালে প্রতিবেশী শেখ কবিরকে খুনের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। ২০১৯ সালের ১৯ জুলাই মানিকলালকে দোষী ঘোষণা করে যাবজ্জীবন সাজা দেয় শ্রীরামপুর আদালত। এরপর ২০২৪ সালে ২১ জুন হুগলি জেল থেকে ২০ দিনের জন্য প্যারোলে ছাড়া পায় মানিকলাল। ১২ জুলাই সংশোধনাগারে ফেরার কথা থাকলেও সে যায়নি।
জেল সুপারের পক্ষ থেকে এই ঘটনা মেইল করে জানানো হয় চণ্ডীতলা থানায়। পুলিশ ফের মানিকলালের বিরুদ্ধে মামলা দায়ের করে তদন্তে নামে। তবে বিশেষ অগ্রগতি না হওয়ায় ২০২৫ সালের ১৪ তারিখ সিআইডি ঘটনার তদন্ত শুরু করে। এরপরই ফের গ্রেপ্তার হয় মানিকলাল।
তারপর থেকে হুগলি জেলেই বন্দি ছিল সে। শুক্রবার তার দেহ উদ্ধার হয়। দেহ চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিক অনুমান, সে আত্মহত্যা করেছে। মানিকলালের এক আত্মীয় জানান, “পুলিশ বাড়িতে খবর দেয় মানিকলাল আত্মহত্যা করেছে। তা শুনেই আমরা এসেছি।”