• নজরে হাসপাতালগুলির নিরাপত্তা, নবান্নে স্বাস্থ্য বৈঠকে মুখ্যসচিব
    প্রতিদিন | ২৫ অক্টোবর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বাস্থ্য সংক্রান্ত একাধিক বিষয় নিয়ে শনিবার উচ্চপর্যায়ের বৈঠক হবে নবান্নে। মুখ্যসচিব মনোজ পন্থের সঙ্গে এই বৈঠকে থাকার কথা সমস্ত সরকারি হাসপাতালের প্রিন্সিপাল ও সুপারদের। এছাড়া সব জেলার জেলাশাসক, পুলিশ কমিশনার এবং প্রত্যেক জেলার পুলিশ সুপারদের বৈঠকে থাকার কথা। কলকাতার পুলিশ কমিশনারও থাকবেন এই বৈঠকে।

    সূত্রের খবর, রাজ্যের কয়েকটি হাসপাতালে বেশ কয়েকটি ঘটনা নজরে এসেছে রাজ্য প্রশাসনের। সম্প্রতি এসএসকেএমে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ প্রকাশ্যে আসে। তার আগে উলুবেড়িয়া হাসপাতালে মহিলা চিকিৎসককে মারধর এবং শ্লীলতাহানির অভিযোগ ওঠে। সাম্প্রতিক অতীতে ঘটা পরপর দু’টি ঘটনা নিয়ে স্বাভাবিকভাবে তোলপাড়। যদিও দু’টি ঘটনাতেই উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারও করেছে পুলিশ। প্রয়োজনীয় যাবতীয় ব্যবস্থা নিয়েছে প্রশাসন। তারপরও গোটা বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে নবান্ন।

    বলে রাখা ভালো, আর জি কর কাণ্ডের পরই হাসপাতালগুলির নিরাপত্তাজনিত খোলনলচে বদলের কাজ শুরু হয়। সিসিটিভি লাগানো, বাড়তি নিরাপত্তারক্ষীর বন্দোবস্ত করা হয়। তারপরেও এই দুই ঘটনা কীভাবে ঘটল, তা নিয়ে জনমহলে রীতিমতো ক্ষোভের সঞ্চার হয়েছে। সূত্রের খবর, এই দুই ঘটনার পর খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে উচ্চপর্যায়ের বৈঠকের ডাক দেওয়া হয়েছে। এই বৈঠকে সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতালগুলির নিরাপত্তা নিয়ে আলোচনা হতে পারে বলেই খবর। সুতরাং এদিনের এই বৈঠক যে যথেষ্ট তাৎপর্যপূর্ণ, সে বিষয়ে কোনও সন্দেহ নেই। বৈঠক শেষে কী নির্যাস বেরিয়ে আসে, সেদিকেই এখন নজর সকলের। 
  • Link to this news (প্রতিদিন)