• সব পথ বেহাল, রাসের আগে ক্ষোভ
    আনন্দবাজার | ২৫ অক্টোবর ২০২৫
  • কোথায় রাস্তা খোঁড়া, পাথর বেরনো, কোথাও গর্ত। দীর্ঘদিন যে রক্ষণাবেক্ষণ নেই বলছে দাঁইহাটের রাস্তার হালই। বিশেষ করে দেওয়ানগঞ্জ মোড় থেকে বাজার ও রেলগেট পর্যন্ত রাস্তার অবস্থা খুবই বেহাল। শহরবাসীর দাবি, সামনে রাস উৎসব। তার আগে হয়তো জোড়াতালি দিয়ে রাস্তা সারানো হবে। তারপরে আবার যে কে সেই।

    গত বছর রাসের পরেই বাজার রোডে পাইপলাইন পাতার জন্য রাস্তা খোঁড়া হয়েছিল। পরে পাইপলাইন বসলেও রাস্তা আর মেরামত করা হয়নি বলে অভিযোগ। কোনও রকমে মাটি ফেলে রাস্তা বুজিয়ে দেওয়া হয়। এতে যান চলাচল থেকে শুরু করে পথচলতি মানুষজন সমস্যায় পড়েন। একটু বৃষ্টি হলেই রাস্তা ভরা কাদায় হাঁটাচলা করাই দায় হয়ে ওঠে। এ ছাড়াও শহরের যে কোনও পাড়ার ভিতরে ঢালাই রাস্তা থেকে শুরু করে পিচ রাস্তাগুলিও নষ্ট হয়ে গিয়েছে বলে অভিযোগ। শহরবাসীর দাবি, এক রাস থেকে আর এক রাস এসে পড়ল। কিন্তু রাস্তা একই।

    পুরসভা ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দাঁইহাট শহরের প্রাণকেন্দ্র হচ্ছে বাজার রোড। সেই রাস্তাটিই দীর্ঘদিন বেহাল হয়ে পড়ে রয়েছে। প্রায় দিনই ভারী যানবাহনের চাকা বসে গিয়ে কার্যত রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ে। কয়েক মাস আগে দাঁইহাট ফাঁড়ির কাছে একটি গাড়ি ফেঁসে যাওয়ায় দীর্ঘক্ষন রাস্তা অবরুদ্ধ ছিল। পরে পুরসভার তরফ থেকে জেসিবি এনে গাড়িটিকে টেনে তোলা হয়। এ ছাড়াও রাস্তা বেহাল থাকায় প্রায় সময়েই মোটরবাইক চালক থেকে শুরু করে পথচলতি মানুষজন ছোটখাট দুর্ঘটনায় পড়েন। নাম প্রকাশে অনিচ্ছুক দাঁইহাট পুরসভার এক সদস্য বলেন, “জনস্বাস্থ্য কারিগরি দফতরের তরফ থেকে জলের পাইপলাইন বসানোর জন্য প্রায় ১০ মাস আগে রাস্তা খোঁড়া হয়। কিন্তু পাইপ বসানো হয়ে গেলেও রাস্তা আর আগের অবস্থায় ফিরে আসেনি। এ ছাড়াও বকুলতলা থেকে শুরু করে, শবশিবতলা, ভাউসিং পাড়া-সহ সব এলাকাতেই ঢালাই ও পিচ রাস্তাগুলি বহু বছর ধরে মেরামত করা হয়নি।’’ তাঁর দাবি, পুরসভার বোর্ড মিটিংয়ে সমস্যার কথা বার বার বলেও কোনও কাজ হয়নি।

    জয়রাম সাহা নামে দাঁইহাটের এক বাসিন্দা বলেন, “প্রতিদিন হাজার হাজার মানুষ বাজার রোড ব্যবহার করে নানা জায়গায় যান। কিন্তু রাস্তাটি এতটাই খারাপ হয়ে গিয়েছে যে চলাচল করা কর্যত দায়। পুরসভার উচিত শহরের বেহাল রাস্তাগুলি দ্রুত সংস্কার করে দেওয়া।” নিতাই দত্ত নামে আর এক বাসিন্দা বলেন, “পাড়ার ভিতরের ঢালাই রাস্তাগুলিও বেহাল। রক্ষণাবেক্ষণ নেই বললেই চলে। স্থানীয় পুরপ্রতিনিধিদের বলেও কোনও কাজ হয় না।’’

    দাঁইহাটের পুরপ্রধান প্রদীপ রায়ের আশ্বাস, “সামনেই রাস। ইতিমধ্যেই কোনও কোনও রাস্তা সংস্কারের কাজ শুরু হয়েছে। বাকিগুলিও মেরামত করা হবে। তবে প্রায় দেড় কিলোমিটার বেহাল রাস্তা আমাদের অধীনে নেই। সংশ্লিষ্ট মহলে ওই বেহাল রাস্তা মেরামত করার জন্য বলা হয়েছে।’’
  • Link to this news (আনন্দবাজার)