আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতিতে পর পর বৈঠক করছে রাজ্য বিজেপি। শারদ মরসুমে একাদশীর দিন থেকে শুক্রবার এই নিয়ে তৃতীয় দফার বৈঠকে বসল দল। সূত্রের খবর, গত বৈঠকে কলকাতা এবং সংলগ্ন এলাকার অন্তত ৩০টি বিধানসভা আসন জেতার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। কিন্তু এই এলাকার কোন আসনগুলিকে অগ্রাধিকার দেওয়া হবে, তা এখনই ঠিক করা হবে-না বলে এ দিনের বৈঠকে স্পষ্ট করে দিয়েছেন বিজেপির তরফে কেন্দ্রীয় মন্ত্রী তথা বাংলার নির্বাচনী পর্যবেক্ষক ভূপেন্দ্র যাদব।
এই মুহূর্তে কলকাতার কাছাকাছি বলতে শুধু ভাটপাড়া আসনটি বিজেপির ঝুলিতে রয়েছে। এই পরিস্থিতিতে গত বৈঠকে কলকাতা ও সংলগ্ন এলাকায় তথা ৯টি সাংগঠনিক জেলার অন্তর্গত ৩০টি আসনে জয়ের লক্ষ্যমাত্রা নিয়েছে রাজ্য বিজেপি। এই লক্ষ্যকে সামনে রেখেই এ দিন বিধাননগরে রাজ্য দফতরে ফের বৈঠকে বসেছিল বিজেপি। ভূপেন্দ্র ছাড়া সেখানে ছিলেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুনীল বনসল, বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার প্রমুখ।
সূত্রের খবর, সংশ্লিষ্ট ৯টি সাংগঠনিক জেলার মধ্যে কলকাতা উত্তর, দক্ষিণ, উত্তর শহরতলি (দমদম লোকসভা) ও যাদবপুর সাংগঠনিক জেলার অন্তর্গত ২৮টি আসনের পরিস্থিতি নিয়ে এ দিনের বৈঠকে চুলচেরা বিশ্লেষণ হয়েছে। বৈঠকে ডাকা হয়েছিল ওই চারটি সাংগঠনিক জেলার নেতৃত্বকেও। সূত্রের খবর, বৈঠকে ওই চার জেলার নেতৃত্ব সংশ্লিষ্ট আসনগুলির মধ্যে অগ্রাধিকার-তালিকা তৈরি করে ঝাঁপানোর বিষয়ে আর্জি জানিয়েছেন। কিন্তু সূত্রের দাবি, ভূপেন্দ্র জানিয়েছেন, ভোটের আগে এখনও অনেক সময় আছে। এই কাজ পরে করা হবে। আপাতত জনসংযোগ, বাড়ি-বাড়ি ঘোরা এবং বুথ-স্তরে দলকে আরও মজবুত করতে কর্মী সংখ্যা বাড়ানোর দিকে নজর দিতে হবে। অগ্রাধিকারের দিকে না-তাকিয়ে এখন সব আসনেই এই সব কাজ সমান গুরুত্ব দিয়ে করতে হবে।