প্রযুক্তির তিন নতুন বিষয়ে বাংলায় বই আনছে উচ্চ মাধ্যমিক সংসদ
আনন্দবাজার | ২৫ অক্টোবর ২০২৫
উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তাদের পাঠ্যক্রমে বেশ কয়েকটি নতুন বিষয় অন্তর্ভুক্ত করেছে। অথচ, সেই সব বিষয়ে পাঠ্যবই প্রায় নেই বললেই চলে। বিশেষত, বাংলায় বই বাজারে পাওয়াই যায় না। তাই এ বার বাংলায় এবং ইংরেজিতে সংশ্লিষ্ট বিষয়গুলির বই প্রকাশ করতে চলেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।
উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সচিব প্রিয়দর্শিনী মল্লিক শুক্রবার বলেন, ‘‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সাইবার সিকিয়োরিটি এবং অ্যাপ্লায়েড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স— এই তিনটি বিষয় সম্প্রতি উচ্চ মাধ্যমিক স্তরে পড়ানো শুরু হয়েছে। এগুলি পড়ার জন্য পড়ুয়াদের আগ্রহও আছে। কিন্তু বাজারে বিশেষ বই নেই। বিশেষত, বাংলায় বই প্রায় পাওয়াই যায় না। তাই এই তিনটি বিষয়ের বই সংসদ থেকে প্রকাশ করা হবে। আশা করা যায়, ডিসেম্বরে বাআগামী বছরের গোড়ায় এই বইগুলি প্রকাশিত হবে।’’
বিভিন্ন স্কুলের শিক্ষকেরা জানাচ্ছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার সিকিয়োরিটি এবং ফলিত কৃত্রিম বুদ্ধিমত্তা বর্তমানে খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। চাকরি ক্ষেত্রে এই তিনটি বিষয়ের গুরুত্ব যথেষ্ট। বিষয়গুলি উচ্চ মাধ্যমিক স্তরে পড়ানো শুরু করলে উচ্চ শিক্ষায় এগুলি নিলে পড়ুয়াদেরও সুবিধা হবে। অথচ, উচ্চ মাধ্যমিক স্তরে শুরু হলেও বই না থাকায় পড়ুয়ারা বিষয়গুলি নিতে উৎসাহী হচ্ছিল না। এ বার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বাংলায় বইগুলি বার করলে খুব সুবিধা হবে বলে মত শিক্ষকদের।
সংসদ-সচিব জানিয়েছেন, সংস্কৃত বই যে ভাবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রকাশ করে, সে ভাবেই তিনটি বিষয়ের বই বেরোবে। অর্থাৎ, বইগুলিউচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের ব্যবস্থাপনায় প্রকাশিত হবে। বই কারা লিখবেন, তা ঠিক করবে সংসদই। শুধু বই প্রকাশ করার দায়িত্ব কোনও বেসরকারি প্রকাশনা সংস্থাকে দেওয়া হবে। প্রিয়দর্শিনী বলেন, ‘‘যাঁদের বইগুলি লেখার দায়িত্ব দেওয়া হয়েছে, তাঁদের লেখার কাজও কিছুটা এগিয়েছে। এই বইগুলি সল্টলেকে সংসদের প্রধান কার্যালয়ে বইয়ের দোকানেও পাওয়া যাবে।’’
তবে শিক্ষকদের একাংশেরমতে, শুধু বই নয়, এই তিনটি বিষয় পড়ানোর জন্য দরকার স্কুলগুলিতে পর্যাপ্ত কম্পিউটার, ইন্টারনেট সংযোগ এবং শিক্ষকও। অল পোস্ট গ্র্যাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক চন্দন গড়াই বলেন, ‘‘যথাযথ পরিকাঠামো ছাড়াই উচ্চ মাধ্যমিক শিক্ষাসংসদ একের পর এক নতুন বিষয় পাঠ্যক্রমে যোগ করে যাচ্ছে। অথচ সে সবের জন্য শিক্ষকের অভাব রয়েছে। যিনি বিজ্ঞানের শিক্ষক, তাঁকেই অতিরিক্ত ক্লাস নিয়ে আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স পড়াতে হচ্ছে।এই সব বিষয়ে যেমন ভাল বইদরকার, তেমনই স্কুলগুলিতে পর্যাপ্ত শিক্ষক, কম্পিউটার এবং ইন্টারনেট সংযোগও দরকার।’’
প্রিয়দর্শিনী বলেন, ‘‘নতুন বিষয়-সহ সব বিষয়ে ক্লাস নিয়ে তার ভিডিয়ো সংসদের ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়। নতুন কম্পিউটার এবং ভাল ইন্টারনেট সংযোগের জন্য শিক্ষা দফতরকে অনুরোধ করেছি।’’