• ছত্তিসগড়ে ২ গ্রামবাসীকে হত্যার অভিযোগ মাওবাদীদের বিরুদ্ধে, তদন্তে উসুর থানার পুলিশ
    এই সময় | ২৫ অক্টোবর ২০২৫
  • ছত্তিসগড়ের বিজাপুরে দুই গ্রামবাসীকে কুপিয়ে খুনের অভিযোগ মাওবাদীদের বিরুদ্ধে। ঘটনায় মৃত্যু হয়েছে দু’জনের। শুক্রবার গভীর রাতে বাসাগুড়া থানা এলাকার নেলা কাঙ্কের গ্রামে ঘটনাটি ঘটেছে। কোণঠাসা মাওবাদীরা ফের সন্ত্রাসকে হাতিয়ার করছে বলে মনে করছে ছত্তিসগড় পুলিশ।

    পুলিশ সূত্রে খবর, নিহতদের নাম রবি কাটটাম (২৫) এবং তিরুপতি সোধী (৩৮)। দু’জনেই নেলা কাঙ্কের গ্রামেরই বাসিন্দা ছিলেন। পুলিশ আরও জানিয়েছে, তাঁদের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের দাগ স্পষ্ট। তবে এখনও পর্যন্ত ঘটনাস্থল থেকে কোনও অস্ত্র উদ্ধার হয়নি।

    ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে উসুর থানার পুলিশ। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্তরা। তাদের খোঁজেও তল্লাশি শুরু করেছে পুলিশ। বিজাপুরের পুলিশ সুপার জিতেন্দ্র যাদব বলেন, ‘ঘটনার যথাযথ তদন্ত করা হবে। অভিযুক্তদের খোঁজ চলছে।’

    উল্লেখ্য, ২০২৬ সালের মার্চের মধ্যে ছত্তিসগড় থেকে মাওবাদী নির্মূল করার লক্ষ্য নেওয়া হয়েছে। সেই কারণে রাজ্যজুড়ে চলছে অভিযানও। কিন্তু তার মধ্যেই হত্যাকাণ্ডের ঘটনায় বাড়ছে উদ্বেগ।

  • Link to this news (এই সময়)