• অতিরিক্ত মুনাফার লোভে সর্বস্বান্ত! উন্নত শহরে প্রতারণার ফাঁদে ৩০ হাজার মানুষ, হাপিশ ১৫০০ কোটি টাকা
    বর্তমান | ২৫ অক্টোবর ২০২৫
  • ২৫ অক্টোবর, নয়াদিল্লি: নেট দুনিয়ায় চোখ রাখলে আকছাড় দেখা যায় মোহময়ী লাভজনক বিনিয়োগের অপশন। কোথাও বছরে ১৫ শতাংশ রিটার্নের আশা। আবার কোথাও টাকা দ্বিগুণ করার গ্যারান্টি! সব মিলিয়ে মনে হবে টাকা জমালেই বসে খাওয়া নিশ্চিত। কিন্তু এই ফাঁদেই রয়েছে ‘অতি লোভে তাঁতি নষ্ট’-এর গল্প। অনলাইন বিনিয়োগের ফাঁদে পড়ে গত ৬ মাসে সর্বস্বান্ত হয়েছেন প্রায় ৩০ হাজার মানুষ। তাঁদের মোট খোওয়া যাওয়া টাকার পরিমাণ প্রায় ১৫০০ কোটি! খোদ কেন্দ্রের তরফে এই পরিসংখ্যান সামনে আনা হয়েছে। বিষ্ময়কর বিষয় হল, কোনও গ্রাম বা মফস্বল নয়। মুম্বই, দিল্লি, বেঙ্গালুরুর মতো বরার মানুস্বান্ত হয়েকাতার ড় ও উন্নত শহরগুলির তথ্য ধরেই এই পরিসংখ্যান সামনে আনা হয়েছে। রিপোর্ট অনুযায়ী, এমন অনলাইন বিনিয়োগের প্রলোভন দেখিয়ে মূলত ৩০ থেকে ৬০ বছর বয়স্ক ব্যক্তিদেরই টার্গেট করছে প্রতারকেরা। মোট প্রতারণার ঘটনার মধ্যে বেঙ্গালুরু, দিল্লি-এনসিআর ও হায়দরাবাদেই ঘটেছে ৬৫ শতাংশ। তালিকায় সবচেয়ে উপরে রয়েছে বেঙ্গালুরু।কেন্দ্রের দেওয়া তথ্য বলছে, বেশিরভাগ ক্ষেত্রেই হ্যাকার ও প্রতারকেরা নানা অ্যাপ, পার্সোনাল ম্যাসেজিং মাধ্যম ব্যবহার করেই শিকারকে ফাঁদে ফেলছে। এক্ষেত্রে ইনস্টা, ফেসবুক এমনকী হোয়াটসঅ্যাপের নানা ফিচার ব্যবহার করেও ফাঁদ পাতছে প্রতারকেরা। যা না বুঝে মূলত কর্মরত ব্যক্তিরাই নিশ্চিত ভবিষ্যতের আশায় এই প্রলোভনে পা দিয়ে হচ্ছেন সর্বস্বান্ত।
  • Link to this news (বর্তমান)