• বিশ্বকাপ খেলতে এসে ইন্দোরে শ্লীলতাহানির শিকার ২ মহিলা অজি ক্রিকেটার, গ্রেফতার অভিযুক্ত
    বর্তমান | ২৫ অক্টোবর ২০২৫
  • ২৫ অক্টোবর, ইন্দোর: বিজেপি শাসিত মধ্যপ্রদেশে চরম নক্কারজনক ঘটনা। বিশ্বকাপ খেলতে এসে ইন্দোরে শ্লীলতাহানির শিকার অস্ট্রেলিয়া মহিলা ক্রিকেট দলের দুই সদস্য। শনিবার পুলিশের তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবারের ওই ঘটনায় ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে ওই দুই মহিলা অজি খেলোয়াড় হোটেল থেকে ক্যাফেতে যাচ্ছিলেন। তখনই বাইকে চেপে এক ব্যক্তি এসে তাঁদের শ্লীলতাহানি করে বলে অভিযোগ। আতঙ্কিত হয়ে, তৎক্ষণাৎ দুই ক্রিকেটার নিরাপত্তা ডিভাইসের মাধ্যমে তাঁদের সিকিউরিটিকে একটি এসওএস নোটিফিকেশন পাঠায়। প্রায় সঙ্গে সঙ্গেই নিরাপত্তা কর্মীরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। খবর দেওয়া হয় পুলিশেও। বিষয়টি জানতে পেরে দ্রুত পদক্ষেপ নিয়ে শ্লীলতাহানির অভিযোগে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে, ঘটনায় রীতিমতো ক্ষুব্ধ ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। ইন্দোরের মাটিতে এমন ঘটনা ঘটায় দেশের সুনাম ক্ষুন্ন হয়েছে বলেই মতপ্রকাশ করেছেন অনেকে। পুলিশের তরফে জানানো হয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
  • Link to this news (বর্তমান)