• আচমকা লোকালয়ে গজরাজ! হাতি তাড়াতে কালঘাম ছুটছে বন দপ্তরের
    বর্তমান | ২৫ অক্টোবর ২০২৫
  • সংবাদদাতা, ময়নাগুড়ি: শনিবার সাতসকালে ময়নাগুড়ি শহরে ঢুকে পড়ল গজরাজ। যার জেরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। তবে শুধুমাত্র লোকালয়ে ঢুকেই ক্ষান্ত থাকেনি হাতিটি। রীতিমতো ভাঙচুরের মেজাজে দেখা গিয়েছে বিশ্বকর্মার বাহনকে।জানা গিয়েছে, এদিন সকালে হাতিটি কোনও ভাবে ময়নাগুড়ি শহরের এক নম্বর ওয়ার্ড পেটকাটিতে প্রবেশ করে। ওই এলাকার একাধিক বাড়ি ভাঙচুরের পর সেটি হানা দেয় চা বাগানে। সেখানেও যথেচ্ছ ক্ষয়ক্ষতি করে হাতিটি রেললাইন পার করে খাগড়াবাড়ি ১ গ্রাম পঞ্চায়েত এলাকার রেলগেট সংলগ্ন গ্রামে ঢুকে পড়ে। সেখানেও দীর্ঘক্ষণ ধরে দাপিয়ে বেড়ায় হাতিটি। এরপর আচমকা হামলা চালিয়ে ভেঙে ফেলে একটি বাড়িও।হাতির তাণ্ডবের খবর পেয়ে কিছুক্ষণের মধ্যেই সমগ্র এলাকা ঘিরে ফেলে বন দপ্তর ও পুলিশ প্রশাসন। কাতারে কাতারে লোক জমা হয় এলাকায়। ভিড় সরাতে কার্যত হিমশিম খেতে হয় পুলিশকেও। শেষ খবর পাওয়া পর্যন্ত লোকালয় থেকে হাতিটিকে বাইরে বার করতে পটকা ফাটানো হচ্ছে।ষ তবুও বনের দিকে ফিরতে নারাজ গজরাজ। চেষ্টার কসুর করছেন না বন দপ্তরের কর্মীরাও।
  • Link to this news (বর্তমান)