• লালদুর্গের প্রথম তৃণমূল প্রার্থী প্রয়াত, মন্ত্রী সহ শোক প্রকাশ নেতৃত্বের
    দৈনিক স্টেটসম্যান | ২৫ অক্টোবর ২০২৫
  • চলে গেলেন পূর্ব বর্ধমান জেলার প্রবীণ তৃণমূল নেতা বংশীবদন রায়। এক সময় বর্ধমানের দক্ষিণ দামোদর এলাকা বামেদের লালদুর্গ ছিল। প্রথম তৃণমূলের প্রার্থী হিসেবে বিধানসভা নির্বাচনে দাঁডা়ন। মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর। এদিন তাঁর মরদেহ বাদুলিয়া ব্লক তৃণমূল কংগ্রেস অফিসে নিয়ে আসা হয়।

    মাল্যদান করে শ্রদ্ধা জানান ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি অপার্থিব ইসলাম, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বিশ্বনাথ রায় সহ অন্যান্যরা। এলাকার  কয়েক হাজার কর্মী সমর্থক গ্রামবাসীরা হাজির থেকে  প্রবীণ নেতাকে শেষ শ্রদ্ধা জানান। ব্লক সভাপতি জানান, ১৯৯৮ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল দল গঠন হবার পর তৎকালীন বামেদের লালদুর্গে ভয়ে বিধানসভা নির্বাচনে প্রার্থী পাওয়া যেত না।

    সেই সময় বংশীবদন রায়ের নেতৃত্বে পঞ্চায়েত ভোটে দল লড়াই করে। পরে ২০০১ সালে তিনি বিধানসভা আসনে তৃণমূলের প্রার্থী হন। সেই সময় তিনি ভোটে না জিতলেও তৃণমূল কংগ্রেসের সংগঠন ধীরে ধীরে বাড়তে থাকে।  এলাকার মানুষের কাছে তিনি একজন সমাজসেবী হিসাবে পরিচিত ছিলেন। দলমত নির্বিশেষে সকল মানুষের বিপদে আপদে তিনি পাশে থাকতেন। তাঁর মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, বর্ধমান পুরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার সহ অন্যান্য জেলা নেতৃবৃন্দ।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)