• পিডব্লিউডি-তে বড় সংস্কার! আধিকারিকদের জন্য অনুমোদিত আর্থিক সীমা পাঁচ গুণ বাড়ালেন যোগী
    প্রতিদিন | ২৫ অক্টোবর ২০২৫
  • হেমন্ত মৈথিল, লখনউ: মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্টে (পিডব্লিউডি) বড়সড় সংস্কারের অনুমোদন দিলেন। গত তিন দশকে এই প্রথম এত বড় পরিবর্তন আনা হল রাজ্যে। এই সংস্কারের ফলে পিডব্লিউডি-র আধিকারিকদের কাজ করার জন্য অনুমোদিত টাকার সীমা পাঁচ গুণ পর্যন্ত বাড়বে। এমনকী যেকোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে আধিকারিকদের পুর্ণ স্বাধীনতাও দেওয়া হল।

    এক পর্যালোচনা বৈঠকে জানা গিয়েছে, ১৯৯৫ সালের পর আর নির্মাণ কাজে আর্থিক ক্ষমতা বাড়ানো হয়নি। কিন্তু সেই সময়ের তুলনায় নির্মাণ খরচ ৫.৫ গুণ বেড়েছে। তাই কাজের গতি বাড়াতে এই পরিবর্তন জরুরি ছিল। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানিয়েছেন, এতে প্রশাসনিক দক্ষতা বাড়বে এবং আর্থিক স্বচ্ছতা বজায় থাকবে। নতুন নিয়মে চিফ ইঞ্জিনিয়ার এখন ২ কোটি টাকার বদলে ১০ কোটি টাকা পর্যন্ত কাজ অনুমোদন করতে পারবেন। সুপারিন্টেন্ডিং ইঞ্জিনিয়ারের ক্ষমতা ১ কোটি থেকে বেড়ে হয়েছে ৫ কোটি টাকা। এক্সিকিউটিভ ইঞ্জিনিয়াররা ৪০ লাখের বদলে ২ কোটি টাকা পর্যন্ত অনুমোদন দিতে পারবেন। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারদেরও কিছু ক্ষমতা দেওয়া হয়েছে। এর ফলে টেন্ডার ও চুক্তির প্রক্রিয়া দ্রুত হবে।

    এছাড়াও, ইঞ্জিনিয়ারদের সার্ভিস কাঠামোতেও পরিবর্তন আনা হয়েছে। চিফ ইঞ্জিনিয়ার (লেভেল-১) নামে একটি নতুন পদ তৈরি করা হয়েছে। পদোন্নতির নিয়ম আরও স্বচ্ছ করা হয়েছে। এখন যোগ্যতা ও মেধার ভিত্তিতে পদোন্নতি নিশ্চিত করা হবে। মুখ্যমন্ত্রী বলেছেন, রাজ্যের উন্নয়নে পিডব্লিউডি-র কাজ দ্রুত, স্বচ্ছ এবং মানসম্পন্ন হওয়া প্রয়োজন। এই সংস্কার সেই লক্ষ্য পূরণে সাহায্য করবে।
  • Link to this news (প্রতিদিন)