উত্তরপ্রদেশে ডিজিটাল সুশাসনের নতুন দিগন্ত ‘মিশন কর্মযোগী’, অভিনব উদ্যোগ যোগীর
প্রতিদিন | ২৫ অক্টোবর ২০২৫
হেমন্ত মৈথিল, লখনউ: তরুণ পেশাদার সরকারি কর্মীদের জন্য সুখবর। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নেতৃত্বে এবার সরকারি কর্মীদের ডিজিটাল প্ল্যাটফর্মে প্রশিক্ষণ দেওয়া শুরু করল উত্তরপ্রদেশ সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মিশন কর্মযোগী’-কে অনুসরণ করে এই পদক্ষেপ যোগী সরকারের। এই উদ্যোগের মাধ্যমে সরকারি অফিসার ও কর্মীদের ডিজিটাল দক্ষতায় শক্তিশালী করে তোলা হবে। এর ফলে প্রশাসন আরও কার্যকর, স্বচ্ছ ও দায়িত্বশীল হয়ে উঠবে বলেই মনে করছেন যোগী।
সূত্রের খবর এই প্রশিক্ষণে নেতৃত্ব দিচ্ছেন সমাজকল্যাণ দপ্তর। আইগোট কর্মযোগী ওয়েবসাইটের সাহায্যে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ নেওয়ার সুযোগ পাচ্ছেন কর্মীরা। এতে প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি পাবে। পাশাপাশি নাগরিকরা দ্রুত স্বচ্ছ ও কার্যকর পরিষেবা পাবেন।
২০২৫ সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত ৩,৯০০ জন কর্মী পোর্টালে নাম নথিভুক্ত করেছেন। তাঁরা মোট ২১,১৫০টি অনলাইন কোর্স শেষ করেছেন। এটি প্রায় ১৬ হাজার ঘণ্টার ডিজিটাল প্রশিক্ষণ। এই কর্মীদের মধ্যে ২,৭৫৯ জন কমপক্ষে একটি কোর্স শেষ করেছেন। অন্যদিকে, ১,১৪১ জন কর্মীর প্রশিক্ষণ এখনও চালু রয়েছে। এই প্রশিক্ষণগুলি শুধু প্রশাসনিক সংস্কার নয়, প্রযুক্তির উন্নতিতেও কাজে লাগবে। ‘কর্মক্ষেত্রে যোগা ব্রেক’ চাপমুক্ত কাজের পরিবেশ তৈরি করে প্রশিক্ষণকে আরও সহজ করে তুলেছে। পাশাপাশি পশ আইন ২০১৩ মহিলাদের নিরাপত্তায় কার্যকরী। জিইএম-এ প্রকিওরমেন্ট, এআই-এর মূল বিষয় এবং আরটিআই-এর মতো গুরুত্বপূর্ণ কোর্সগুলিও শেখানো হচ্ছে।
সমাজকল্যাণ মন্ত্রী অসীম অরুণ জানিয়েছেন, এটি প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর যৌথ প্রচেষ্টা। তাঁর কথায়, দপ্তরের কর্মীরা ডিজিটালে দক্ষ হচ্ছেন। এর ফলে সাধারণ মানুষ দ্রুত সরকারি সুবিধা পাবেন। এই দক্ষতাই যোগী সরকারের সুশাসনের মূল ভিত রচনা করবে বলে মনে করছেন তিনি।