কোকরাঝাড় রেললাইনে আইইডি বিস্ফোরণে যুক্ত মাওবাদীরা! সন্দেহভাজনকে নিকেশ করল অসম পুলিশ
প্রতিদিন | ২৫ অক্টোবর ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কোকরাঝাড় রেললাইনে আইইডি বিস্ফোরণের ঘটনায় জড়িত মাওবাদীরা! চাঞ্চল্যকর দাবি অসম পুলিশের। ঘটনার তদন্তে নেমে এক সন্দেহভাজন মাওবাদীকে নিকেশ করল পুলিশ। এই ঘটনার পরেই অসম পুলিশের তরফে নিরাপত্তা বাড়ানো হয়েছে। একইসঙ্গে রেললাইনগুলিতেও নজরদারি বাড়ানো হয়েছে বলে জানা যাচ্ছে। কোকরাঝাড়ের পুলিশ সুপার পুষ্পরাজ সিং জানিয়েছেন, ”গোপন সূত্রে খবর আসে নাদাগুড়ি এলাকায় বেশ কয়েকজন জঙ্গি লুকিয়ে রয়েছে। সেই মতো গোটা এলাকা ঘিরে ফেলা হয়। কিন্তু হঠাৎ করেই গুলি চলতে শুরু করে। পালটা জবাব দেয় পুলিশও। কড়া প্রত্যাঘাতের জবাবে মাওবাদীরা পালিয়ে যায়।”
ওই পুলিশ আধিকারিকের কথায়, এলাকায় তল্লাশি চালানোর সময় একজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুষ্পরাজ সিং জানিয়েছেন, মৃত ওই মাওবাদীর নাম আপিল মুর্মু ওরফে রহিত মুর্মু (৪০)। মৃত কোকরাঝাড় রেললাইনের বিস্ফোরণের ঘটনায় যুক্ত। শুধু তাই নয়, অসমের পাশাপাশি ঝাড়খণ্ডেও একাধিক নাশকতার ঘটনার সঙ্গে মৃত রোহিত জড়িত বলে দাবি পুলিশের। যদিও এই বিষয়ে আরও গভীরে গিয়ে তদন্ত করা হচ্ছে। অন্যদিকে কোকরাঝাড়ের পুলিশ সুপার আরও জানিয়েছেন, তল্লাশি চলাকালীন ঘটনাস্থল থেকে পিস্তল, দুটি গ্রেনেড, একটি ভোটার কার্ড এবং একটি আধার কার্ড উদ্ধার হয়েছে।
বলে রাখা প্রয়োজন, গত বুধবার গভীর রাতে অসমের কোকরাঝাড় ও সালেকাটি স্টেশনের মাঝে আপ লাইনে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের তীব্রতায় উড়ে যায় লাইনের একটি অংশ। শুধু তাই নয়, একাধিক গর্ত পর্যন্ত হয়ে যায়। যার জেরে দীর্ঘক্ষণ বন্ধ হয়ে যায় ওই লাইনের রেল চলাচল। বিভিন্ন স্টেশনে দাঁড় করিয়ে দেওয়া হয় একাধিক ট্রেনকে। খবর পেয়েই ছুটে যায় জিআরপি, অসম পুলিশ-সহ একাধিক গোয়েন্দা সংস্থার আধিকারিকরা। তদন্তকারীরা জানান, বিস্ফোরণে আইইডি ব্যবহার করা হয়েছে। ফলে বিস্ফোরণের পিছনে নাশকতা যোগ স্পষ্ট ছিল। তদন্তে নামে অসম পুলিশ। এর মধ্যেই বড় সাফল্য পুলিশের।