নেশার টাকা চাই, নিজের ৫ মাসের সন্তানকে বিক্রি করল মাদকাসক্ত মা-বাবা!
প্রতিদিন | ২৫ অক্টোবর ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কথায় বলে, ‘কুসন্তান যদি বা হয়, কুমাতা কখনও নয়।’ তবে সব ক্ষেত্রে বোধহয় এই প্রবাদ খাটে না। নেশার টাকা জোগাড় করতে না পেরে নিজের ৫ মাসের সন্তানকে ১.৮ লক্ষ টাকায় বিক্রি করল মাদকাসক্ত মা! অভিযোগ, এই কুকর্মে তাঁকে সঙ্গ দিল তাঁর স্বামীও। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে পাঞ্জাবের মানসা জেলায়। ঘটনা জানতে পেরে ওই শিশুর কাকিমা পুলিশে অভিযোগ দায়ের করেন।
সূত্রের খবর, ১৯ বছর বয়সি অভিযুক্ত তরুণী একটা সময় রাজ্যস্তরে কুস্তিগির ছিলেন। সোশাল মিডিয়া প্ল্যার্টফর্ম ইন্সটাগ্রামে এক যুবকের সঙ্গে তাঁর আলাপ হয়। তাঁরা বিয়েও করেন। অভিযুক্ত ওই যুবক মাদকাসক্ত ছিলেন। কয়েকমাসের মধ্যেই মাদকের কবলে পড়েন তরুণীও। মাদকাসক্তির জেরে তাঁদের পরিবারে দারিদ্র চরম আকার নয়। সন্তান জন্মের পরও পরিস্থিতি থেকে বেরতে পারেননি তাঁরা। অভিযোগ, অনটন চরম আকার নিলে রীতিমতো পরিকল্পনা করে ওই দম্পতি নিজের ৫ মাসের সন্তানকে বিক্রি করেন ১.৮ লক্ষ টাকায়। সূত্রের খবর, ওই টাকার বিনিময়ে তাঁরা মাদকদ্রব্যের পাশাপাশি বাড়ির প্রয়োজনীয় জিনিসপত্র ও বন্ধক দেওয়া মোটরসাইকেল উদ্ধার করেন।
সন্তানকে বিক্রি করে দিয়ে সেই টাকায় দম্পতি যে মাদক কিনেছে এই খবর টের পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশের দ্বারস্থ হন ওই সন্তানের কাকিমা। সেইমতো শুরু হয় তদন্ত। জেলা শিশু সুরক্ষা আধিকারিক (DCPO) হরজিন্দর কৌর বলেন, ”সূত্র মারফৎ আমরা জানতে পেরেছি অভভিযুক্ত দম্পতি বুধলাদারে এক পরিবারকে দিয়ে দেন। দুই পরিবারের তরফে কোর্ট পেপারে সাক্ষরও করা হয় যেখানে বলা হয়েছে ওই সন্তানকে দত্তক নেওয়া হয়েছে। আমরা গোটা ঘটনার তদন্ত করছি।”
এদিকে গোটা ঘটনা জানাজানি হওয়ার পর সন্তানকে ফেরত পেতে আবেদন জানিয়েছে দম্পতি। এ প্রসঙ্গে ডিসিপিও বলেন, ‘মাদকাসক্ত ওই দম্পতীর কাছে সন্তানকে ফেরানো উচিত হবে না বলেই মনে করছি আমরা। এদিকে গোটা ঘটনা জানার পর এলাকার পঞ্চায়েত প্রধান জানান, “আমরা বহুবার ওই দম্পতীকে জানিয়েছিলাম নেশা ছেড়ে দেওয়ার জন্য, তবে ওরা কারও কথা কানে তোলেনি।”