• বাংলাতেও আতঙ্কের নাম কার্বাইড গান! দৃষ্টিশক্তি হারাতে বসেছে মালদহের শিশু, কিশোর-সহ ৯
    প্রতিদিন | ২৫ অক্টোবর ২০২৫
  • বাবুল হক, মালদহ: মধ্যপ্রদেশের পর বাংলাতেও আতঙ্কের নাম কার্বাইড গান! উৎসবের মরশুমে আনন্দ করতে গিয়ে দৃষ্টিশক্তি হারাতে বসেছে মালদহের শিশু, কিশোর-সহ ৯ জন। যা নিয়ে উদ্বেগে জেলার বিশিষ্ট চক্ষু চিকিৎসকরা। মালদার চক্ষু চিকিৎসক দেবদাস মুখার্জির কাছে পাঁচজন, মলয় সরকারের কাছে একজন এবং সৌরভ পোদ্দারের কাছে দুইজনের চিকিৎসা চলছে। এক চিকিৎসকের দাবি, মাণিকচকের মহানন্দটোলার এক শিশুকে চিকিৎসার জন্য ওই পরিবারের লোকজন নিয়ে গিয়েছেন নেপালে।

    মালদহের খ্যাতনামা চক্ষু বিশেষজ্ঞ দেবদাস মুখোপাধ্যায়ের কাছে চোখ দেখাতে আসে বছর তেরোর কিশোর আকাশ বিশ্বাস। তার বাড়ি গাজোলের প্রত্যন্ত গ্রামে। ওই কিশোর বলে, “আমি ইউটিউব দেখে বাড়িতে থাকা খালি জলের বোতল আর কার্বাইড দিয়ে ওই বন্দুক বানিয়ে ছিলাম। গ্যাসের ওভেন ধরানোর লাইটার দিয়ে আগুন জ্বালাতেই বিস্ফোরণ। আমার চোখে আঘাত লাগে। বাড়িতে এসে জল দিয়ে বারবার চোখ ধুয়েছি। কিন্তু এখনও সব ঠিকভাবে দেখতে পাচ্ছি না।” হবিবপুরের বছর কুড়ির তরুণ কিশোর বিশ্বাসের চিকিৎসা চলছে চক্ষু চিকিৎসক সৌগত পোদ্দারের কাছে। কিশোর বিশ্বাস জানান, তাঁদের গ্রামেরই একজন কার্বাইড গান তৈরি করেছিলেন। তাতে আগুন ধরে যায়। নেভানোর সময় হাত লেগে যায় কার্বাইডে। ‌ ভুলবশত সেই হাত চোখে লাগে। তারপর থেকেই সমস্যা বেড়ে যায়। এখন চোখে ঝাপসা দেখছেন বলেই জানান তিনি। চিকিৎসক সৌগত পোদ্দার বলেন, “গাজোলের ভৈরব রায় নামে এক শিশু এসেছিল চিকিৎসা করাতে। তার রেটিনার ৮০ শতাংশ ক্ষতিগ্রস্ত।”

    কার্বাইড গান আসলে কি, কীভাবে বানাতে হবে, খুব সহজেই ফেসবুক, ইউটিউব থেকে সে সংক্রান্ত তথ্য পাওয়া যাচ্ছে। আর তাতেই ঘনাচ্ছে বিপদ। স্রেফ প্লাস্টিকের পাইপে কার্বাইড দিয়ে উপরে সামান্য জল ফেলে পাইপ জোরে ঝাঁকালেই বিকট আওয়াজে বাজি ফাটছে। চিকিৎসকেরা জানাচ্ছেন, এই কার্বাইড গান কোনও খেলার জিনিস নয়, এটি আসলে বিস্ফোরক। তাই অভিভাবকদের সতর্ক হওয়ার পরামর্শ চিকিৎসকদের। তাঁদের বক্তব্য,‌ সন্তানদের বোঝাতে হবে এই বিস্ফোরক নিয়ে খেলা কতটা বিপজ্জনক।
  • Link to this news (প্রতিদিন)