• চিকিৎসার ‘গাফিলতি’তে রোগীমৃত্যু, খোঁজ নিতে ইসলামপুর হাসপাতালে কানাইয়ালাল
    প্রতিদিন | ২৫ অক্টোবর ২০২৫
  • শংকরকুমার রায়, রায়গঞ্জ: চিকিৎসার গাফিলতিতে রোগীমৃত্যুর অভিযোগ। উত্তর দিনাজপুরের ইসলামপুর মহকুমা হাসপাতালে এই ঘটনার খোঁজ নিতে যান তৃণমূল জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল। হাসপাতালের সিনিয়র নার্সকে প্রকাশ্যে ধমক দেন বলেও অভিযোগ। তৃণমূল জেলা সভাপতির এই আচরণের ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল।

    মৃত বছর পঞ্চান্নর প্রণব দত্ত। ইসলামপুর শহরের ক্ষুদিরামপল্লির বাসিন্দা। পরিবার সূত্রে জানা যায়, গত বুধবার সকালে বমি ও বুকের যন্ত্রণা নিয়ে ওই ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করান পরিবারের সদস্যরা। তারপর ছুটি দেওয়া হলে রোগীকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যান পরিবারের সদস্যরা। কিন্তু বৃহস্পতিবার গভীর রাতে আবার শারীরিক অবস্থার অবনতি হয়। প্রণববাবুকে ফের ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়। পরিবারের লোকজনের অভিযোগ, একাধিকবার কর্তব্যরত নার্সদের জানানো সত্ত্বেও কোনওরকম চিকিৎসার ব্যবস্থা করা হয়নি বলে পরিবারের অভিযোগ। বিনা চিকিৎসায় রোগীকে ফেলে রাখা হয় বলেই অভিযোগ। শেষপর্যন্ত রোগীর মৃত্যু হয়।

    মৃত্যুর খবর জানাজানি হতেই ওই হাসপাতালে ছুটে যান সংশ্লিষ্ট পুর চেয়ারম্যান তথা রোগীকল্যাণ সমিতির চেয়ারম্যান কানাইয়ালাল আগরওয়াল। হাসপাতালের কর্তব্যরত নার্সদের ব্যবহারে ক্ষুব্ধ হন তিনি। সিনিয়র নার্সকে ‘ধমক’ দেন তিনি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানাবেন বলে রীতিমতো ক্ষুব্ধ হয়ে পুরচেয়ারম্যান জানান। শেষপর্যন্ত পুলিশবাহিনী পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। এদিকে, স্বাস্থ্য সংক্রান্ত একাধিক বিষয় নিয়ে শনিবার উচ্চপর্যায়ের বৈঠক চলছে নবান্নে। মুখ্যসচিব মনোজ পন্থের সঙ্গে এই বৈঠকে রয়েছেন সমস্ত সরকারি হাসপাতালের প্রিন্সিপাল ও সুপারদের। এছাড়া সব জেলার জেলাশাসক, পুলিশ কমিশনার এবং প্রত্যেক জেলার পুলিশ সুপাররাও বৈঠকে রয়েছেন। সঙ্গে রয়েছেন কলকাতার পুলিশ কমিশনারও। সূত্রের খবর, এই বৈঠকে সরকারির পাশাপাশি বেসরকারি হাসপাতালগুলির নিরাপত্তা নিয়ে আলোচনা চলছে।
  • Link to this news (প্রতিদিন)