• কালীপুজোর বিসর্জনে আগ্নেয়াস্ত্র হামলা, রক্তারক্তি কাণ্ড পানিহাটিতে! কাঠগড়ায় তৃণমূল নেতা
    প্রতিদিন | ২৫ অক্টোবর ২০২৫
  • অর্ণব দাস, বারাকপুর: কালীপুজোর বিসর্জন ঘিরে তুমুল উত্তেজনা পানিহাটিতে। আগ্নেয়াস্ত্র নিয়ে এলাকার যুবকদের উপর হামলার অভিযোগ স্থানীয় তৃণমূল নেতা ও তাঁর দলবলের বিরুদ্ধে। শুক্রবার রাতের ঘটনায় বাঁশ, লাঠি এবং আগ্নেয়াস্ত্রের আঘাতে গুরুতর জখম এলাকার ৪ যুবক। তাঁরা খড়দহের বলরাম হাসপাতালে চিকিৎসাধীন। যাঁর বিরুদ্ধে মূল অভিযোগ, ঘটনার পর থেকে বুবাই মল্লিক নামে ওই তৃণমূল নেতা পলাতক। তার খোঁজে তল্লাশি চালাচ্ছে খড়দহ থানার পুলিশ।

    জানা গিয়েছে, শুক্রবার রাতে সুখচর রাজা রোডের একটি ক্লাবের কালীঠাকুর বিসর্জন দিয়ে ফিরছিলেন কয়েকজন যুবক। অভিযোগ, স্থানীয় তৃণমূল নেতা বুবাই মল্লিক ও তাঁর দলবদল সেই রাস্তায় বাইকের উপর বসেছিল। ওই যুবকদের সঙ্গে বুবাইয়ের দলবলের কোনও কারণে বচসা হয়। তা নিমেষেই ধুন্ধুমার পরিস্থিতির আকার নেয়। অভিযোগ, বুবাইয়ের হাতে একটি আগ্নেয়াস্ত্র ছিল। তা দিয়েই এলোপাথাড়ি মারতে থাকে তার দলের লোকজন। কারও কপালে আঘাত লাগে, কারও মাথা ফাটে। রক্তাক্ত অবস্থায় রাতেই আক্রান্তদের নিয়ে যাওয়া হয় খড়দহের বলরাম হাসপাতালে। সেখানে তাঁরা চিকিৎসাধীন।

    এনিয়ে আক্রান্ত যুবক অভীক সিং, কার্তিক সরকারদের অভিযোগ, ”বিসর্জন দিয়ে ফেরার পথে বুবাই মল্লিকের দল আমাদের আটকায়। নানা কথা বলতে থাকে, তর্কাতর্কি শুরু হয়। বুবাইয়ের হাতে একটা মেশিন ছিল। সেটা দিয়ে মারধর করে আমাদের সবাইকে। ওর দলবলও আমাদের উপর হামলা চালায়। রক্তারক্তি কাণ্ড ঘটে যায়।” অশান্তির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় খড়দহ থানার পুলিশ। আক্রান্তদের চিকিৎসায় তদারকির পাশাপাশি তাঁদের প্রাথমিক বয়ান নেওয়া হয়েছে। তার ভিত্তিতে বুবাই মল্লিক, বান্টি, সাগর, কার্তিক ? এই চারজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। তবে তারা সকলেই পলাতক। খোঁজে নেমেছে পুলিশ। এই ঘটনার জেরে আতঙ্ক এলাকায়।
  • Link to this news (প্রতিদিন)