সুমন করাতি, হুগলি: পুজোর মণ্ডপ খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু এক যুবকের। মৃত ব্যক্তির নাম দীপ চৌধুরী (৩২)। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তরপাড়া পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডে। কালীপুজা শেষে মণ্ডপ খোলার সময় মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় উত্তরপাড়া থানার পুলিশ। বাঁশের মধ্যে আটকে থাকা দেহ নামাতে ছুটে আসেন দমকল আধিকারিকরা। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বিদ্যুৎ চালু থাকা অবস্থাতে কেন ওই মণ্ডপ খোলার কাজ হচ্ছিল তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
ইতিমধ্যে গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। কীভাবে এবং কেন এই ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। সদ্য কালীপুজো গিয়েছে। বিভিন্ন জায়গায় কালীপুজোর প্যান্ডেল খোলার কাজ চলছে। সেই মতো শনিবার সকাল থেকে স্থানীয় উত্তরপাড়া পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের রাজা প্যারী মোহন রোড ইয়ুথ ফোরাম কালী পুজো কমিটির মণ্ডপ খোলার কাজ চলছিল। ডেকরেটার্সের অন্যান্য কর্মীদের সঙ্গেই মণ্ডপ খোলার দায়িত্বে ছিলেন বছর ৩২ এর দীপ।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই মণ্ডপের একেবারে পাশ দিয়েই গিয়েছে বিদ্যুতের তার। বিদ্যুৎ বন্ধ না করেই মণ্ডপ খোলা হচ্ছিল। সেই সময় হঠাৎ করেই বিদ্যুতের তারে হাত লেগে তড়িতাহত হন দীপ। একেবারে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। শুধু তাই নয়, বাশের মধ্যেই আটকে থাকে দেহ। দমকলের সাহায্যে কোনও রকমে দেহটি উদ্ধার করে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।
স্থানীয় মানুষের দাবি, বিদ্যুৎ চালু অবস্থাতেই মণ্ডপ খোলার কাজ চলছিল। কেন তা বন্ধ করা হল না তা নিয়েও উঠছে প্রশ্ন। জানা যাচ্ছে, মৃত যুবকের বাড়ি উত্তরপাড়ার মাখলায়। ঘটনার খবর পৌঁছতেই শোকের ছায়া এলাকায়।