পুলিশের বাড়িতেই চুরি! জানলা ভেঙে লুট মা কালীর গয়না-সহ ২০ লক্ষ টাকার অলংকার
প্রতিদিন | ২৫ অক্টোবর ২০২৫
কল্যাণ চন্দ, মুর্শিদাবাদ: চুরি খোদ পুলিশ অফিসারের বাড়িতেই! ঘরের জানলাল ভেঙে প্রায় ২০ লক্ষ টাকার সোনা ও রুপোর গয়না লুট করল দুষ্কৃতীরা। সঙ্গে কাঁসার বাসনপত্রও চুরি গিয়েছে বলে অভিযোগ। এই চুরি যাওয়া গয়নার মধ্যে রয়েছে একটি কালী মন্দিরের দেবীর সোনার গয়নাও। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের নওদা থানা এলাকায়।
তুহিন সান্যাল। তিনি পুলিশের এসএসআই। তবে নওদা থানা নয়, অন্যত্র তাঁর পোস্টিং। সম্প্রতি কালীপুজো উপলক্ষ্যে প্রচুর টাকার গয়না পড়ানো হয় এলাকার মন্দিরের মা কালীকে। পুজোর পর তা দেবীর গা থেকে খুলে রাখা হয়েছিল তুহিনের বাড়িতে। তাছাড়া নিজেদের গহনাও রাখা ছিল নিচের তলার আলমারিতে। দোতলার বাড়িতে নিচের তলায় কেউ থাকেন না। তুহিনবাবুর মা-সহ গোটা পরিবার দ্বিতীয় তলাতেই ছিলেন।
অভিযোগ, সেই সুযোগেই দুষ্কৃতী রাতে জানলা ভেঙ সোনা ও রুপোর গয়না চুরি করেছে দুষ্কৃতীরা। তুহিন সান্যালের মা গৌরী সান্যাল নওদা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি জানিয়েছেন চুরি যাওয়া সোনার গয়নার মূল্য ১৫ থেকে ২০ লক্ষ। তদন্তে নেমেছে পুলিশ। দুষ্কৃতীর খোঁজে তল্লাশি চলছে বলে জানিয়েছে পুলিশ।