• হাসপাতালের নিরাপত্তা নিয়ে পর্যালোচনা বৈঠকে মমতা, কয়েকদফা নির্দেশিকা নবান্নের
    প্রতিদিন | ২৫ অক্টোবর ২০২৫
  • নব্যেন্দু হাজরা: সম্প্রতি বেশ কয়েকটি অপ্রীতিকর ঘটনায় ফের রাজ্যের সরকারি হাসপাতালের নিরাপত্তা প্রশ্নের মুখে পড়েছে। তা নিয়ে শনিবার নবান্নে মুখ্যসচিবের নেতৃত্বে পর্যালোচনা বৈঠক হয়ে গেল। তাতে ভারচুয়ালি যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সমস্ত সরকারি হাসপাতালের সুপার, মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ও সমস্ত জেলাশাসক, পুলিশ সুপারের ভারচুয়াল হাজিরায় একগুচ্ছ নির্দেশিকা জারি হয়েছে বলে নবান্ন সূত্রে খবর। মুখ্যমন্ত্রীর পরামর্শ মতো জোর দেওয়া হয়েছে হাসপাতাল কর্মীদের প্রশিক্ষণ, নির্দিষ্ট পোশাক, ডিউটি রস্টারের দিকে। এছাড়া কর্মী নিয়োগের আগে তাঁদের অতীত কাজের রেকর্ড খুঁটিয়ে দেখার কথা বলেছেন মুখ্যমন্ত্রী।

    এসএসকেএম এবং উলুবেড়িয়ার হাসপাতালে নাবালিকাকে ধর্ষণ থেকে নার্সকে হুমকি-মারধরের মতো একাধিক অভিযোগে নতুন করে সরগরম হয়ে উঠেছে রাজ্য। দিন কয়েক আগে দুর্গাপুরের বেসরকারি হাসপাতালের ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের গুঞ্জন ঘিরেও বেশ শোরগোল পড়েছিল। পরে অবশ্য জানা যায়, তা গণধর্ষণ নয়, ধর্ষণের ঘটনা। এসবের পর ফের রাজ্যের হাসপাতালগুলির নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে যায়। সেসব নিয়েই নবান্নে মুখ্যসচিবের নেতৃত্বে শনিবার বৈঠক হয়ে গেল। নবান্ন সূত্রে খবর, সেই বৈঠক থেকে মুখ্যমন্ত্রীকে ফোন করেন মুখ্যসচিব মনোজ পন্থ। ভারচুয়ালি যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

    ফের হাসপাতালগুলির নিরাপত্তা বৃদ্ধিতে বেশ কয়েকটি বিষয় জোর দেওয়া হয়। মুখ্যমন্ত্রীর পরামর্শ, এবার থেকে হাসপাতালে কর্মী নিয়োগের আগে তাঁর অতীত ‘ট্র্যাক রেকর্ড’ খতিয়ে দেখতে হবে। কর্মীদের নির্দিষ্ট ইউনিফর্ম বা পোশাক, ডিউটি রস্টারে নজর রাখতে হবে। কে, কখন হাসপাতালে আসছেন, যাচ্ছেন, তা ডিউটি রস্টার দেখেই স্পষ্ট হবে। ফলে কোনও অপরাধ সংঘটিত হলে, তদন্তে সুবিধা হবে। এছাড়া কর্মী নিয়োগের পর তাঁদের প্রশিক্ষণ দেওয়ায় জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী। হাসপাতালগুলিতে পর্যাপ্ত আলো, সিসিটিভি রাখতে হবে। কোনও সিসিটিভি খারাপ হলে তা তৎক্ষণাৎ বদলে দিতে হবে বলে পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
  • Link to this news (প্রতিদিন)