কালীপুজোর বিসর্জনে শব্দবাজির তাণ্ডব! প্রতিবাদ করায় ‘আক্রান্ত’ টালিগঞ্জের পরিবার
প্রতিদিন | ২৫ অক্টোবর ২০২৫
নিরুফা খাতুন: কালীপুজোর প্রতিমা বিসর্জনের সময় দেদার বাজি ফাটানোর অভিযোগ। তার প্রতিবাদ করে ‘আক্রান্ত’ খাস কলকাতার এক পরিবার। পরিবারের সদস্যদের মারধর এবং হেনস্তা করা হয় বলে অভিযোগ। এমনকী ওই পরিবারের এক মহিলা সদস্যাকে শ্লীলতাহানি করা হয় বলেও অভিযোগ। শুক্রবার রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে টালিগঞ্জ এলাকায়। ঘটনায় ইতিমধ্যে স্থানীয় টালিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে এখনও পর্যন্ত দুজনকে আটক করেছে পুলিশ।
জানা যায়, শুক্রবার রাত ১১টা নাগাদ টালিগঞ্জের একটি কালীপুজোর প্রতিমা নিরঞ্জন চলছিল। সেই সময় দেদার বাজি ফাটানো হচ্ছিল বলে অভিযোগ ওই ‘আক্রান্ত’ পরিবারের। তার প্রতিবাদ জানায় টালিগঞ্জের ওই পরিবার। আর সেটাই ছিল অন্যায়! অভিযোগকারীর দাবি, বিসর্জনের সময় দেদার বাজি ফাটানো হচ্ছিল। প্রতিবাদ করতেই জটে বেধড়ক মার। বিভিন্নভাবে হেনস্তা করা হয় বলেও অভিযোগ ওই অভিযোগকারীর। শুধু তাই নয়, একেবারে বাঁশ-লাঠি হাতে পরিবারের সদস্যদের মারধর করা হয় বলে পুলিশে অভিযোগ জানিয়েছেন ওই অভিযোগকারী।
শুধু তাই নয়, পরিবারের এক মহিলা সদস্যকে শ্লীলতাহানি করা হয় বলেও অভিযোগ অভিযোগকারীর। অভিযোগের ভিত্তিতে রাতেই ঘটনার তদন্তে নামে টালিগঞ্জ থানার পুলিশ। এখনও পর্যন্ত ঘটনার সঙ্গে যুক্ত সন্দেহে দুজনকে আটক করা হয়েছে। তাঁদের জেরা করে অভিযুক্তদের খোঁজ চালাচ্ছে পুলিশ। খোদ কলকাতার বুকে এই ঘটনায় তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।