• সবথেকে বড় জগদ্ধাত্রী প্রতিমা, চমক দিতে প্রস্তুত চন্দননগরের পুজো কমিটি
    এই সময় | ২৫ অক্টোবর ২০২৫
  • সবথেকে বড় দুর্গা প্রতিমা বানিয়ে তাক লাগিয়েছিল কলকাতার দেশপ্রিয় পার্ক। নদিয়ার ধানতলা থানার কামালপুরেও তৈরি হয়েছিল বিশাল উচ্চতার দুর্গা প্রতিমা। এ বার সবথেকে বড় জগদ্ধাত্রী পুজো উপহার দিচ্ছে চন্দননগর। পরিবেশনা চন্দননগরের কানাইলাল পল্লির পুজো।

    চন্দননগরের জগদ্ধাত্রী প্রতিমার উচ্চতা চালচিত্র নিয়ে ত্রিশ ফুট হয়। এটা কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী করা হয়ে থাকে। তবে চন্দননগরের কানাইলাল পল্লির পুজোয় তৈরি হচ্ছে ৭৫ ফুট উচ্চতার জগদ্ধাত্রী প্রতিমা।

    উদ্যোক্তারা জানিয়েছেন, প্রতিমা তৈরিতে মাটি ব্যবহার করা হচ্ছে না। তার বদলে পাতলা রেজিন ও লোহার স্ট্রাকচার করে এটি তৈরি করা হচ্ছে। এতে ওজন অনেকটাই কম হবে বলে মনে করছেন উদ্যোক্তারা। দত্তপুকুর-এর ফাইবার কাস্টিং শিল্পকে তুলে ধরা হচ্ছে মণ্ডপে। মণ্ডপের ভিতরে থাকবে মাটির মূর্তি। সেটির উচ্চতা হবে ১৩ ফুট।

    কানাইলাল পল্লি পুজো কমিটির সম্পাদক বিশ্বজিৎ পোদ্দার বলেন, ‘কলকাতা দেশপ্রিয় পার্কে বিশ্বের সবচেয়ে বড় দুর্গা তৈরি করেছিল। আমরা জগদ্ধাত্রী পুজোয় বিশ্বের সবথেকে বড় জগদ্ধাত্রী তৈরি করছি। চন্দননগরের খড়, মাটি দিয়ে যে প্রতিমা হয়, তার ওজন অনেক বেশি হয়। তাই আমরা ফাইবার মেটেরিয়ালস ব্যবহার করেছি।’

    আনুমানিক ৭৫ ফুট উচ্চতার প্রতিমা বাইরে থেকেই দর্শন করতে পারবেন দর্শনার্থীরা। প্রতিমা দেখার জন্যে প্রচুর মানুষের ভিড় হবে বলেই আশা উদ্যোক্তাদের। প্রশাসনিক গাইডলাইন মেনেই দর্শনার্থীদের প্রতিমা দেখার আয়োজন করা হচ্ছে।

  • Link to this news (এই সময়)