• চলন্ত বাসে হঠাৎ দাউদাউ আগুন, কোনওমতে প্রাণে বাঁচালেন যাত্রীরা
    এই সময় | ২৬ অক্টোবর ২০২৫
  • অল্পের জন্য পুনরাবৃত্তি হলো না কুর্নুলের ভয়াবহ বাস দুর্ঘটনার। শনিবার সন্ধ্যাবেলায় ভয়াবহ বাস দুর্ঘটনায় সামান্যর জন্য রক্ষা পেলেন যাত্রীরা। এ দিন রাঁচিতে একটি চলন্ত বাসে আগুন লেগে যায়। কোনওমতে জ্বলন্ত বাস থেকে প্রাণ বাঁচিয়ে বেরোতে পেরেছেন ৪০ জন যাত্রী। এ দিন রাঁচি-লোহারডাগা হাইওয়ের উপর এই ঘটনা ঘটেছে। রাঁচি থেকে ছাতরা যাচ্ছিল বাসটি।

    পিটিআই সূত্রের খবর, মন্দার থানার ওসি মনোজ কর্মালি জানিয়েছেন, বাসটিতে জনা চল্লিশ যাত্রী ছিলেন। চলতে চলতেই হঠাৎ বাসে আগুন লেগে যায়। তিনি বলছেন, ‘বাসটি থামিয়ে দেওয়া হয়েছিল। সেই সময়ে বাস থেকে নেমে পড়েন যাত্রীরা। দমকলের ইঞ্জিন সময়ের মধ্যেই এসে পৌঁছেছিল। কোনও যাত্রী জখম হননি।’

    পুলিশ সূত্রের খবর, বাসের ব্যাটারি বক্সের কাছে শর্ট সার্কিট থেকে আগুন ছড়িয়ে পড়তে পারে। বাসের মধ্যে রাসায়নিক রাখা ছিল, সেই কারণেই চটজলদি আগুন ছড়িয়ে পড়েছিল বলে মনে করা হচ্ছে। বাসটিকে স্থানীয় থানা চত্বরে রেখে দেওয়া হয়। অন্য বাসের ব্যবস্থা করে যাত্রীদের গন্তব্যে পৌঁছতে সাহায্য করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

    পিটিআই সূত্রের খবর, বাসটির মালিককে ডেকে পাঠিয়েছে পুলিশ। নিরাপত্তার কোনও গাফিলতি ছিল কি না, সেটা খতিয়ে দেখা হচ্ছে।

    শুক্রবার বেঙ্গালুরুগামী একটি বাসে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল। অন্ধ্রপ্রদেশের কুর্নুলে একটি মোটরবাইকের সঙ্গে সংঘর্ষের পরে আগুনে জ্বলে গিয়েছিল একটি বাস। ওই ঘটনায় মারা গিয়েছেন ২০ জন যাত্রী।

  • Link to this news (এই সময়)