• বাইকে ধাক্কা মেরে অ্যাম্বুল্যান্স পড়ল নয়ানজুলিতে, মৃত ২
    এই সময় | ২৬ অক্টোবর ২০২৫
  • ভয়াবহ পথদুর্ঘটনা। বাইকে ধাক্কা মেরে নয়ানজুলিতে উল্টে গেল অ্যাম্বুল্যান্স। মৃত দুই। শনিবার উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর থানার ঝাড়বড়ি এলাকায় এই ঘটনা ঘটে। মৃতদেহ বাড়ি পৌঁছে দেওয়ার পরে ফিরছিল ওই অ্যাম্বুল্যান্স। একটি বাইকে ধাক্কা মেরে নয়ানজুলিতে পড়ে যায়। মৃতদের নাম নব পাল (৩২) ও উৎপল পাল (১৭)। দু’জনই গোয়ালপোখরের লারুখোয়া এলাকার বাসিন্দা।

    গোয়ালপোখরের বাঁশপোখর এলাকায় ছেলের হাতে খুন হন জামিল আখতার নামে এক ব্যক্তি। শনিবার ইসলামপুর মহকুমা হাসপাতালের মর্গে ময়নাতদন্তের পরে বিকেলে অ্যাম্বুল্যান্সে করে সেই মৃতদেহ বাড়িতে পৌঁছে দেওয়া হয়। এর পরেই ফাঁকা অ্যাম্বুল্যান্স ইসলামপুরে ফিরছিল।

    ঝাড়বাড়ি এলাকায় একটি বাইককে ধাক্কা মেরে বাইক-সহ অ্যাম্বুল্যান্স নয়ানজুলিতে পড়ে যায়। স্থানীয়রা ওই দুই যুবককে উদ্ধার করে লোধন প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক দু’জনকেই মৃত বলে ঘোষণা করেন। মৃতদেহগুলি ইসলামপুর মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে গোয়ালপোখর থানার পুলিশ।

    রিপোর্টিং: বিশ্বরূপ বিশ্বাস

  • Link to this news (এই সময়)