‘২৪ ঘণ্টা শৌচালয় যেতে পারিনি, জল খেতে ভয় লাগছে!’ অওধ অসম এক্সপ্রেসের এই যাত্রীর অভিজ্ঞতা শুনলে শিউরে উঠবেন
আজকাল | ২৬ অক্টোবর ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: রেল বাজেটে প্রতিবারই যাত্রী স্বাচ্ছ্যন্দের কথা বলা হয়। কিন্তু বাস্তবটা বড় করুণ। হয় উল্টোটাই। যার আরও একটি উদাহরণ মিলল।ভিড়ে ঠাসা অওধ অসম এক্সপ্রেস ট্রেনের একটি ভিডিও ভাইরাল হয়েছে। যে ভিডিওয় দেখা যাচ্ছে এক যাত্রী তাঁর এই ট্রেন যাত্রার করুণ অভিজ্ঞতার কথা জানাচ্ছেন।
ট্রেনটি লখনউয়ের চারবাগ স্টেশনে দাঁড়িয়েছিল। ওই যাত্রীকে বলতে শোনা যায়, তিনি রাজস্থান থেকে আসছেন। এবং জানলার ধারের আসনে গত ২৪ ঘণ্টা ধরে বসে রয়েছেন। এক সেকেন্ডের জন্যও নিজের আসন ছেড়ে উঠতে পারেননি। কারণ হিসেবে জানিয়েছেন, ট্রেনে অতিরিক্ত যাত্রী উঠে পড়েছেন। গায়ের সামনে এসে বসে বা দাঁড়িয়ে রয়েছেন। ফলে শৌচালয়ে যেতে পারেননি তিনি গত ২৪ ঘণ্টা ধরে। এমনকী জলও খেতে যেতে পারেননি। কারণ ট্রেনে নড়াচড়া করার মতো জায়গা নেই বলে দাবি ওই যাত্রীর।
এক ডিজিটাল মাধ্যমের সাংবাদিক যখন বলেন যে সরকার তো যাত্রী স্বাচ্ছ্যন্দের দাবি করে আসে। জবাবে ওই যাত্রী বলেন, ‘এটাই তো ওই স্বাচ্ছ্যন্দ!’সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিওয় দেখা গেছে, সংরক্ষিত কামরাতেও বহু যাত্রী দাঁড়িয়ে রয়েছেন। ভিডিওটি প্রায় ৩১ হাজার ভিউ পেয়েছে। রীতিমতো ভাইরাল হয়েছে ভিডিওটি। নেটিজেনদের কথায়, ‘২৪ ঘণ্টা ধরে একই জায়গায় বসে। নড়াচড়া করতে পারেননি! এটাকে কী বলব?’ আর এক নেটিজেন বলেছেন, ‘বলার মত কোনও শব্দ খুঁজে পাচ্ছি না।’