বিধাননগর রোডে এই চারটি ট্রেন আর থামবে না, বিপাকে যাত্রীরা
আজকাল | ২৬ অক্টোবর ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: ইস্টার্ন রেলওয়ের শিয়ালদহ বিভাগ একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ঘোষণা করেছে। বিধাননগর রোড স্টেশনে চার জোড়া মেল ও এক্সপ্রেস ট্রেনের স্টপেজ প্রত্যাহার করা হল। যাত্রী নিরাপত্তা বৃদ্ধি, ভিড় নিয়ন্ত্রণ ও প্ল্যাটফর্মের সীমিত স্থানজনিত সমস্যার সমাধানেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সিদ্ধান্তটি নির্দিষ্ট তারিখ থেকে কার্যকর হবে বলে রেলের পক্ষ থেকে জানানো হয়েছে।
রেল সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে বিধাননগর রোড স্টেশন সীমিত প্ল্যাটফর্ম ক্ষমতা ও অতিরিক্ত যাত্রী ভিড়ের কারণে চরম চাপের মুখে পড়ছিল। বিশেষ করে মেল ও এক্সপ্রেস ট্রেনগুলির স্টপেজের সময় যাত্রীদের ব্যাপক ভিড় তৈরি হচ্ছিল, যা শুধু ট্রেন চলাচল ব্যাহত করছিল না, যাত্রীদের নিরাপত্তাকেও বিঘ্নিত করছিল। তাই যাত্রী ব্যবস্থাপনা ও ট্রেন চলাচলের দক্ষতা বাড়াতে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
ইস্টার্ন রেলওয়ে জানিয়েছে, এই পদক্ষেপের ফলে বিধাননগর রোড স্টেশনে যাত্রীদের ওঠানামা আরও নিয়ন্ত্রিত হবে এবং ট্রেনগুলির গতি ও সময়নিষ্ঠা বজায় থাকবে। রেল কর্মকর্তারা জানান, “এই সিদ্ধান্তটি যাত্রীদের সুবিধা ও নিরাপত্তার কথা ভেবেই নেওয়া হয়েছে। প্ল্যাটফর্মে অতিরিক্ত চাপ পড়লে দুর্ঘটনার আশঙ্কা বাড়ে, তাই স্টপেজ কমানো ছাড়া অন্য কার্যকর বিকল্প ছিল না।”
রেল দপ্তরের এক মুখপাত্র জানান, “বিধাননগর রোড স্টেশনে মেল ও এক্সপ্রেস ট্রেন থামলে অল্প সময়ে বিপুল যাত্রী সমাগম হয়, যা প্ল্যাটফর্মে নিরাপত্তাজনিত সমস্যা তৈরি করে। সেই সঙ্গে সময়মতো ট্রেন ছাড়তেও বিলম্ব হয়। এই পদক্ষেপ নেওয়ার ফলে স্থানীয় ও উপনগরীয় যাত্রীদের জন্য পরিবহন ব্যবস্থাপনা আরও সহজ হবে।”
শিয়ালদহ ডিভিশনের তরফে যাত্রীদের অনুরোধ করা হয়েছে, তাঁরা যেন পরিবর্তিত ট্রেন সূচি দেখে নিজেদের ভ্রমণ পরিকল্পনা করেন। বিকল্প হিসাবে শিয়ালদহ, কলকাতা, ও হাওড়া স্টেশন থেকে ট্রেন ধরার পরামর্শ দেওয়া হয়েছে।
রেল কর্তৃপক্ষের বক্তব্য, “আমরা যাত্রীদের নিরাপত্তা ও সুবিধাকেই সর্বাধিক গুরুত্ব দিচ্ছি। এই সিদ্ধান্তের ফলে ভবিষ্যতে প্ল্যাটফর্মে অযথা ভিড় ও বিশৃঙ্খলা কমবে।”
যাত্রী মহলের একাংশ এই সিদ্ধান্তকে স্বাগত জানালেও কেউ কেউ উদ্বেগ প্রকাশ করেছেন যে এতে বিধাননগর রোড থেকে দূরপাল্লার সংযোগ কিছুটা কমবে। রেলওয়ে আশ্বস্ত করেছে যে, প্রয়োজনে ভবিষ্যতে পরিস্থিতি পর্যালোচনা করে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হতে পারে।