• অসমে এনকাউন্টারে হত রেললাইন বিস্ফোরণে জড়িত মাওবাদী নেতা
    বর্তমান | ২৬ অক্টোবর ২০২৫
  • শিলচর, ২৫ অক্টোবর: গত বৃহস্পতিবার মধ্যরাতে অসমের কোকড়াঝোড়ে আইইডি বিস্ফোরণ ঘটানো হয়েছিল। তাতে উড়ে যায় প্রায় দু’ফুট রেললাইন। এই নাশকতার ঘটনায় জড়িত মাওবাদীদের এক নেতার মৃত্যু হল পুলিশি এনকাউন্টারে। নিহত ব্যক্তির নাম ইপিল মুর্মু ওরফে রোহিত মুর্মু।

    কোকড়াঝোড়ে আইইডি বিস্ফোরণের তদন্তে নেমে ইপিল মুর্মুর নাম জানতে পারে পুলিশ। এই মাওবাদী নেতার নাম উঠে এসেছিল গত বছর ঝাড়খণ্ডের একটি নাশকতার ঘটনাতেও। যার ভিত্তিতে ইপিল মুর্মুর খোঁজে উত্তর-পূর্বের এই রাজ্যে আসে ঝাড়খণ্ড পুলিশের একটি দল। শনিবার ভোরে সালাকাটির নন্দগিরিতে সংঘর্ষে গুরুতর জখম হন এই মাওবাদী নেতা। পরে তাঁর মৃত্যু হয় বলে জানিয়েছেন কোকড়াঝাড়ের সিনিয়র পুলিশ সুপার পুষ্পরাজ সিং। ঘটনাস্থল থেকে পুলিশ একটি পিস্তল, একটি গ্রেনেড, ভোটার কার্ড ও আধার কার্ড উদ্ধার করেছে।

    জানা গিয়েছে, আদতে কোকঝাঝাড়ের বাসিন্দা ইপিল মুর্মু ২০১৩ সালে বাড়ি ছাড়েন এবং ঝাড়খণ্ডে গিয়ে মাওবাদীদের দলে নাম লেখান। তাঁর বিরুদ্ধে পুলিশের খাতায় অন্তত ১০টি অভিযোগ আছে। ২০২৪ সালে ঝাড়খণ্ডের সাহেবগঞ্জে রেললাইন উড়িয়ে দেওয়ার চক্রান্তে জড়িত ছিলেন এই মাও েনতা। এছাড়া অপহরণ ও তোলা আদায়ের মতো অপরাধেও জড়িত ছিলেন তিনি।
  • Link to this news (বর্তমান)