• স্যার ক্রিকে যুদ্ধমহড়া শুরুর পথে ভারত! বায়ুসীমায় বিধিনিষেধ চাপাল ত্রস্ত পাকিস্তান
    প্রতিদিন | ২৬ অক্টোবর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গুজরাট সীমান্তে স্যার ক্রিক অঞ্চলের কাছে থেকে যুদ্ধমহড়া শুরু করতে চলেছে ভারত। সেই অভিযানের নাম রাখা হয়েছে ‘অপারেশন ত্রিশূল’। এর জেরেই এবার ভয়ে কাঁপতে শুরু করেছে পাকিস্তান। জানা যাচ্ছে, ইতিমধ্যেই তারা তাদের বায়ুসীমায় বিধিনিষেধ চাপিয়েছে। পাশাপাশি, একটি ‘নোটাম’ও জারি করা হয়েছে বলে খবর। তবে বিমানকর্মীদের পাঠানো ওই নোটিসে এর কোনও কারণ দর্শানো হয়নি। আগামী ২৮-১৯ অক্টোবর এই বিধিনিষেধ কার্যকর হবে।

    ভারতীয় সেনাবাহিনীর তিন শাখার সমন্বয় বাড়াতে স্যার ক্রিক অঞ্চলের কাছে আগামী ৩০ অক্টোবর থেকে শুরু হচ্ছে ‘অপারেশন ত্রিশূল’। চলবে ১০ নভেম্বর পর্যন্ত। ভারতীয় স্থল, নৌ এবং বায়ুসেনা একসঙ্গে এই মহড়ায় অংশগ্রহণ করবে বলে খবর। সম্প্রতি স্যার ক্রিক অঞ্চল নিয়ে পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেন, “স্যার ক্রিক অঞ্চলে পাকিস্তানের কোনও আগ্রাসন দেখালে, তার কড়া জবাব দেবে ভারত। যার ফলে ইতিহাস-ভূগোল পর্যন্ত বদলে যেতে পারে।”

    সময়ের পাতা উলটে দেখলে জানা যাবে, স্যার ক্রিক (ভারতের গুজরাট ও পাকিস্তানের সিন্ধ প্রদেশের মধ্যেকার জলরাশি) নিয়ে নয়াদিল্লি ও ইসলামাবাদের বিবাদ নতুন কিছু নয়। প্রায় ৯৬ কিলিমিটারের ওই জলরাশি রান অফ কচ্ছ থেকে শুরু হয়ে আরব সাগরে মিলিত হয়েছে। তেল, গ্যাস ও মাছের মতো প্রাকৃতিক সম্পদের দিক থেকে এই অঞ্চলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রায়ই সেখানে একে অপরের মৎস্যজীবীদের পাকড়াও করে দু’দেশই। বেশ কয়েকবছর আগে নিজেদের রাজনৈতিক মানচিত্রে জম্মু-কাশ্মীর, লাদাখ ও স্যার ক্রিককে নিজেদের অংশ হিসাবে দেখিয়েছিল পাকিস্তান। তবে বিশ্লেষকদের মতে, বাস্তবে ভারতীয় সীমানায় আগ্রাসন চালানোর মতো সাহস পাক সেনার নেই। তার উপর সম্প্রতি ভারতের অপারেশন সিঁদুরের পর আরও কোণঠাসা হয়ে গিয়েছে ইসলামাবাদ। এই পরিস্থিতিতে এবার স্যার ক্রিকের কাছে যুদ্ধমহড়া শুরু করতে চলেছে ভারত।
  • Link to this news (প্রতিদিন)