• বিচ্ছেদের এক সপ্তাহ পরই চরম পদক্ষেপ! প্রেমিকাকে কুপিয়ে আত্মঘাতী যুবক
    প্রতিদিন | ২৬ অক্টোবর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অন্য ছেলের সঙ্গে সম্পর্ক রয়েছে প্রেমিকার! তা নিয়ে অশান্তি। তা চরমে পৌঁছয়। দিন আটেক আগে তাঁদের সম্পর্কে ছেদ পড়ে। তারপর দেখা করার নামে ডেকে প্রেমিকাকে খুন করলেন প্রেমিক। পরে নিজের গলাতে ছুরি চালিয়ে আত্মঘাতী যুবক।

    ঘটনাটি ঘটেছে মুম্বইয়ে। মৃত যুবক ও তরুণীর নাম সনু বড়াই ও মনীষা যাদব। শুক্রবার সনু তাঁর মাকে বলে যান, তাঁর বাড়িতে ফিরতে দেরি হবে। বাড়ির রান্না ঘর থেকে একটি ছুরি নিয়ে বেরিয়ে যান তিনি। পরে তা বুঝতে পারেন সনুর মা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাড়ি থেকে বেরিয়ে প্রেমিকাকে শেষবার দেখা করার কথা বলেন যুবক। একটি নার্সিংহোমের সামনে দেখা করেন তাঁরা। সেখানে বচসায় জড়িয়ে পড়েন দু’জন। জানা গিয়েছে, বচসা চলাকালীন হঠাৎ ছুরি বার করে প্রেমিকাকে এলোপাথাড়ি কোপাতে থাকেন। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তরুণী। তাঁর মৃত্যু হয়।

    এরপরই যুবক ছুরি দিয়ে নিজের গলা কাটে। তিনিও রক্তাক্ত অবস্থায় পড়ে যান। চিৎকার শুনে ছুটে আসেন স্থানীয়রা। কিন্তু ততক্ষণে সব শেষ! হাসপাতালে নিয়ে যাওয়া হলে প্রেমিক ও প্রেমিকাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন পুলিশ আধিকারিকরা। দেহ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়ে তদন্তে নেমেছে পুলিশ। খবর দেওয়া হয় যুবক ও তরুণীর বাড়িতে। ঘটনায় শোকের ছায়া দুই পরিবারে।
  • Link to this news (প্রতিদিন)