সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জমি নিয়ে বিবাদের জের! মধ্যপ্রদেশে প্রকাশ্যে দুই ভাইকে কুপিয়ে খুন করল একদল দুষ্কৃতী। ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও এক ভাই। তদন্তে নেমে ইতিমধ্যেই আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন মৃতদের পরিবার। তাদের অভিযোগ, প্রাথমিকভাবে কোনও ব্যবস্থাই নেয়নি পুলিশ।
জানা গিয়েছে, গত মঙ্গলবার বলবাহরা গ্রামে দীপাবলি উপলক্ষে বাজি ফাটানোর পর তিনভাই একটি দোকানে বসেছিলেন। সেই সময় ১০ জন যুবক ধারাল অস্ত্র নিয়ে তাঁদের উপর চড়াও হয় বলে অভিযোগ। তাঁদের টেনে-হিঁচড়ে বাইরে বের করা হয়। অভিযোগ, বেধড়ক মারধরের পর তিন ভাইকেই এলোপাথাড়ি কোপানো হয়। গোটা ঘটনাটি একটি সিসিটিভি ফুটেজে ধরা পড়ে। যেখানে দেখা যাচ্ছে, ধারাল অস্ত্রসস্ত্র দিয়ে তিন যুবকের হাত-পা ভেঙে দেওয়া হয়। তাঁদের আর্তনাদে ছুটে আসেন স্থানীয়রা। কিন্তু ততক্ষণে দুষ্কৃতীরা সেখান থেকে চম্পট দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় এক যুবকের। বাকি দু’জনকে উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে মৃত্যু হয় আরও একজনের। অন্য যুবককে বিলাসপুরের একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে বলে খবর। তবে হাসপাতল সূত্রে খবর, তাঁর অবস্থা সংকটজনক।
পরিবারের অভিযোগ, ঘটনার সময় পুলিশকে খবর দেওয়া হলেও সেখানে কেউ আসেনি। প্রায় এক ঘণ্টা ধরে তাঁদের উপর হামলা চালানো হয়। যদিও পুলিশের তরফে এবিষয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি। পুলিশ সূত্রে খবর, জমি নিয়ে বিবাদের জেরেই ওই তিন যুবকের উপর হামলা চালানো হয়েছে। ইতিমধ্যেই আটজন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের খোঁজে চলছে তল্লাশি।