• ‘দেশের মুখে চুনকালি’, ইন্দোরে অজি ক্রিকেটারদের ‘শ্লীলতাহানি’তে ‘ডবল ইঞ্জিন’ সরকারকে তোপ তৃণমূলের
    প্রতিদিন | ২৬ অক্টোবর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতে বিশ্বকাপ খেলতে এসে শ্লীলতাহানির শিকার দুই মহিলা ক্রিকেটার! বিস্ফোরক অভিযোগে তোলপাড় ক্রিকেট মহল। বিজেপিশাসিত মধ্যপ্রদেশের নারী নিরাপত্তা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে। বিশ্বকাপ খেলতে আসা ক্রিকেটার, যাঁদের সর্বোচ্চ নিরাপত্তা থাকার কথা, তাঁদের কাছে দুষ্কৃতীরা পৌছল কীভাবে? প্রশ্ন উঠছে। মধ্যপ্রদেশের ডবল ইঞ্জিন বিজেপি সরকারকে শরবিদ্ধ করছে তৃণমূল কংগ্রেস। রাজ্যের শাসকদলের সাফ কথা, “গোটা বিশ্বের সামনে ভারতকে কালিমালিপ্ত করল বিজেপি সরকার।”

    এই মুহূর্তে ভারতে মহিলা বিশ্বকাপ চলছে। শনিবার ইন্দোরে খেলতে নেমেছে অস্ট্রেলিয়া। অভিযোগ বৃহস্পতিবার সন্ধেয় দুই অজি ক্রিকেটারকে শ্লীলতাহানির শিকার হতে হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যাবেলা খাজরানা রোড অঞ্চলে ঘুরতে বেরিয়েছিলেন অস্ট্রেলীয় ক্রিকেটাররা। জানা গিয়েছে, হোটেল থেকে একটি ক্যাফেতে যাচ্ছিলেন তাঁরা। হোটেল থেকে বেরনোর পরই একটি বাইক তাঁদের অনুসরণ করতে থাকে। একটি ক্যাফের দিকে যাওয়ার সময় ওই বাইকটি তাঁদের কাছে এসে অশ্লীলভাবে শরীর স্পর্শ করে পালিয়ে যায়। দ্রুত ওই ক্রিকেটাররা হোটেলে বার্তা পাঠান। তাঁদের নিরাপত্তার দায়িত্বে থাকা অফিসার ড্যানি সিমন্স স্থানীয় থানার সঙ্গে যোগাযোগ করেন। ঘটনার কথা জানতে পেরেই এসিপি হিমানি মিশ্র ওই দুই ক্রিকেটারের সঙ্গে কথা বলেন। দুজনের বয়ান রেকর্ডের পর এমআইজি থানায় ভারতীয় ন্যায় সংহিতার ৭৪ নম্বর ও ৭৮ নম্বর ধারায় এফআইআর দায়ের করা হয়। আকিল খান নামের ওই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।

    কিন্তু প্রশ্ন হচ্ছে, বিশ্বকাপ খেলতে আসা মহিলা ক্রিকেটারদের যেখানে সর্বোচ্চ নিরাপত্তা থাকার কথা, সেখানে একজন দুষ্কৃতী ক্রিকেটারদের ধাওয়া করল, তাঁদের শ্লীলতাহানি করল, অথচ নিরাপত্তারক্ষীদের টিকিটিও দেখা গেল না! স্বাভাবিকভাবেই বিজেপি শাসিত রাজ্যের নারী নিরাপত্তা প্রশ্নের মুখে। তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলছেন, “মধ্যপ্রদেশে যেটা ঘটল, সারা পৃথিবীর বুকে ভারতের মাথা হেঁট করে দিল বিজেপি।”

    কুণালের দাবি, “অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটার, আইসিসি বিশ্বকাপ খেলতে ভারতে এসেছেন। তাঁরা হোটেল থেকে বেরিয়ে ক্যাফেতে যাওয়ার সময় শ্লীলতাহানির চেষ্টা। ভাবা যায়! ভারতীয় জনতা পার্টি আজ ভারতের মুখে চুনকালি লাগিয়ে দিল। আন্তর্জাতিক মহলের সামনে দেশের মাথা হেঁট করে দিল।”
  • Link to this news (প্রতিদিন)