• ভোটের বিহারে দুষ্কৃতীরাজ! বিজেপি নেতাকে লক্ষ্য করে পরপর গুলি, তদন্তে পুলিশ
    প্রতিদিন | ২৬ অক্টোবর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নির্বাচনের আগে ভয়াবহ আকার নিল বিহারের দুষ্কৃতীরাজ। দিন দুপুরে এবার এক বিজেপি নেতাকে লক্ষ্য করে পরপর ছোড়া হল গুলি! শুক্রবার এই ঘটনা ঘটেছে বিহারের ভাগলপুরে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন বিবেকানন্দ প্রসাদ ওরফে বাবলু যাদব নামে ওই বিজেপি নেতা। কে বা কারা এই প্রাণঘাতী হামলা চালাল তার তদন্ত শুরু করেছে পুলিশ।

    জানা যাচ্ছে, শুক্রবার এই হামলার ঘটনা ঘটে বিহারের ভাগলপুরের বারারি থানা এলাকার টিএনবি ল কলেজ লেনে। প্রত্যক্ষদর্শীদের দাবি অনুযায়ী, বাবলু যাদব বাড়ি থেকে বেরোনোর পরপরই তাঁকে ঘিরে ধরে সুরজিখিলের বাসিন্দা সুরজ তাঁতি ও তাঁর সহযোগীরা। বাইকে করে এসে বাবলুকে ঘিরে ফেলা হয়। এরপর সামনে থেকে বাবলুকে লক্ষ্য করে দু’রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। আহত অবস্থায় ওই বিজেপি নেতাকে উদ্ধার করে স্থানীয়রাই তাঁকে নিয়ে যান মায়াগঞ্জ হাসপাতালে। সেখানেই চিকিৎসাধীন রয়েছেন ওই ব্যক্তি।

    এদিকে প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে, পুরনো শত্রুতার জেরেই বাবলুর উপর এই হামলা চলে। জানা যাচ্ছে, কিছুদিন আগে স্থানীয় এক ফল বিক্রেতার সঙ্গে সুরজ তাঁতির ঝগড়া হয়েছিল। সেই ঝগড়ার সময় পুলিশে খবর দিয়েছিলেন বাবলু। অনুমান করা হচ্ছে, সেই ঘটনার প্রেক্ষিতেই শুক্রবার তাঁর উপর হামলা চালান হয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশের তরফে জানানো হয়েছে, পুরো ঘটনাটি কাছের একটি সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হয়েছে। সেই ফুটেজের ভিত্তিতেই অপরাধীদের চিহ্নিত করা হচ্ছে। ইতিমধ্যেই তাদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। শীঘ্রই অপরাধীদের গ্রেপ্তার করা হবে।
  • Link to this news (প্রতিদিন)