• টেক অফের পর পাখির ধাক্কা! নাগপুর ফিরল দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার বিমান
    প্রতিদিন | ২৬ অক্টোবর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নাগপুর থেকে দিল্লির উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল উড়ানটির। কিন্তু উড়ানের পরই বিমানের ডানায় পাখির ধাক্কা। এর জেরে দিল্লি না গিয়েই ফের নাগপুরে ফিরে এল এয়ার ইন্ডিয়ার একটি বিমান। শুক্রবার ঘটনাটি ঘটলেও, তা প্রকাশ্যে এসেছে শনিবার। তবে ঘটনায় উড়ানটির কোনও ক্ষতি হয়েছে কিনা, তা এখনও স্পষ্ট নয়। যদিও বিমানের সকল যাত্রী এবং ‘ক্রু’-রা সুরক্ষিত রয়েছেন।

    শুক্রবার নির্দিষ্ট সময়ে এআই ৪৬৬ বিমানটি নাগপুর বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশে রওনা দিয়েছিল। কিন্তু উড়ানের কিছুক্ষণ পরই বিমানটি একটি পাখির সঙ্গে ধাক্কা খায়। নিরাপত্তার কথা মাথায় রেখে পাইলট বিমানটিকে পুনরায় নাগপুরে ফিরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। যোগাযোগ করা হয় নাগপুর বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে। সবুজ সংকেত মিলতেই উড়ানটি জরুরি ভিত্তিতে অবতরণ করে। উড়ানটিতে মোট কতজন যাত্রী ছিলেন, তা জানা না গেলেও ঘটনায় কারও কোনও বিপদ ঘটেনি। পাখির ধাক্কার ফলে উড়ানটিতে কোনও যান্ত্রিক গোলযোগ তৈরি হয়েছে কি না তা খতিয়ে দেখেন ইঞ্জিনিয়াররা। তবে এব্যাপারে আর বিস্তারিত তথ্য জানা যায়নি। অবতরণের পরই বিমানটিকে বাতিল ঘোষণা করা হয়।

    বিমানসংস্থার মুখপাত্র বলেন, “উড়ানের কিছুক্ষণ পরই বিমানটিতে পাখির ধাক্কা লাগে। নিরাপত্তার কথা মাথায় রেখে পাইলট তড়িঘড়ি বিমানটিকে ফিরিয়ে নিয়ে আসেন। অবতরণের পর বিমানের সকল যাত্রীদের সহায়তা করা হয়। “
  • Link to this news (প্রতিদিন)