• ভরা মরশুমে একমাস বন্ধ পশ্চিম সিকিমের সোরেং-জুম সড়ক! দুর্ভোগে পর্যটকরা
    প্রতিদিন | ২৬ অক্টোবর ২০২৫
  • বিশ্বজ্যোতি ভট্টাচার্য: পশ্চিম সিকিমে বেড়াতে যাওয়ার পরিকল্পনা থাকলে সতর্ক হওয়াই ভালো। কারণ, ভরা পর্যটন মরশুমে যাতায়াত বন্ধ রেখে সেখানে চলছে রাস্তা সম্প্রসারণের কাজ। পশ্চিম সিকিমের সোরেং-জুম সড়কে এক মাসের জন্য যানবাহন চলাচল নিষিদ্ধ করেছে সিকিম পুলিশ। শীতের শুরুতে এমন সিদ্ধান্তে কিছুটা হতচকিত পর্যটন সংস্থাগুলো। তাদের অভিযোগ, যাতায়াতের বিকল্প তিনটি রাস্তা থাকলেও সোরেং-জুম সড়কের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের সুযোগ থেকে বঞ্চিত হবেন পর্যটকরা।

    পশ্চিম সিকিমের রাজ্য মহাসড়ক-২৬ এনডিপি সড়ক ধরে জুম হয়ে সোরেং পর্যন্ত রাস্তা সম্প্রসারণের কাজ শুরু হয়েছে। সেজন্য সোরেং জেলার পুলিশ সুপার বিজ্ঞপ্তি জারি করে যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জুম হয়ে সোরেং রাস্তা ২৪ অক্টোবর থেকে ২৪ নভেম্বর পর্যন্ত আগামী একমাসের জন্য রবিবার বাদে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত সম্পূর্ণ বন্ধ থাকবে। দুই চাকার গাড়ি-সহ সমস্ত হালকা এবং ভারী যানবাহনের জন্য এই নিষেধাজ্ঞা প্রযোজ্য। এইসময় যানবাহনগুলিকে তিনটি বিকল্প রাস্তা ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

    রুটগুলি হল, সোরেং থেকে জোরেথাং হয়ে মালবাসে-বুদাং রাজ্য মহাসড়ক। চাকুং থেকে জোরেথাং হয়ে গেলিং-সাউলিগোয়ান-বাইগুনে পিএমজিএসওয়াই রোড। চাকুং থেকে জোরেথাং হয়ে চুম্বুং ৫ মাইল বুদাং রোড। পর্যটন সংস্থা সূত্রে জানা গিয়েছে, চাকুং, সোরেং, শ্রীবাদাম ও মঙ্গলবারে এই চার গ্রাম নিয়ে গড়ে উঠেছে সিকিমের নতুন পর্যটনকেন্দ্র সোরেং। পর্যটকরা নিউ জলপাইগুড়ি স্টেশনে নেমে দার্জিলিং অথবা মেল্লি হয়ে পৌঁছে যান জোরাথাং। সেখান থেকে সোরেং। সময় লাগে প্রায় ৫ ঘণ্টা। পেলিং ঘুরেও সোরেং যাওয়া যায়। প্রায় আড়াই ঘণ্টার পথ। সোরেং জেলা সিকিমের দক্ষিণ-পশ্চিম কোণে অবস্থিত। দক্ষিণে পশ্চিমবঙ্গ রাজ্য সংলগ্ন। পশ্চিমে নেপাল সীমান্ত সংলগ্ন। এটি সিকিমের রাজধানী গ্যাংটকের সঙ্গে সড়কপথে যুক্ত।

    পশ্চিমবঙ্গ রাজ্য ইকো ট্যুরিজম কমিটির চেয়ারম্যান রাজ বসু বলেন, “পশ্চিম সিকিমের সোরেং অফবিট ডেস্টিনেশনের কেন্দ্রবিন্দু। কালিম্পং বেড়াতে গিয়ে অনেকেই সোরেংয়ে যান। ক্রমশ সেখানে বাঙালি পর্যটকদের ভিড় বাড়ছে। এই সময় রাস্তা সংস্কারের কাজ শুরু হওয়ায় তারা সোরেং-জুম সড়কের নৈসর্গিক সৌন্দর্য উপভোগের সুযোগ হারাবেন। তবে তিনটি বিকল্প রাস্তা থাকায় চলাচলের সমস্যা হবে না।”
  • Link to this news (প্রতিদিন)