• নদীতে স্নান করতে নেমে বিপত্তি! অন্ধ্রপ্রদেশে তলিয়ে গেল ৪ কিশোর
    প্রতিদিন | ২৬ অক্টোবর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অন্ধ্রপ্রদেশে মর্মান্তিক দুর্ঘটনা। নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল ৪ জন কিশোর। শুক্রবার তিরুপতির কাছে বেদান্তপুরম গ্রামে ঘটনাটিতে ঘটেছে। এখনও পর্যন্ত দু’জনের দেহ উদ্ধার করা হয়েছে। বাকি দু’জনের খোঁজে চলছে তল্লাশি।

    জানা গিয়েছে, এদিন বিকেল ৪টে নাগাদ স্বর্ণমুখী নদীতে স্নান করতে নেমেছিল সাত বন্ধুর একটি দল। তারপরই ঘটে যায় বিপত্তি। আচমকা স্রোতের টানে তলিয়ে যেতে থাকে চার কিশোর। তাঁদের বাঁচাতে এগিয়ে আসে বাকিরা। কিন্তু প্রচণ্ড স্রোতের কারণে তারাও তলিয়ে যেতে থাকে।  ঘটনাটি দেখে তাদের উদ্ধার করতে ছুটে আসেন স্থানীয়রা। কোনও মতে তাঁরা নিজেদের পাঁচ কিশোরকে উদ্ধার করতে সক্ষম হন। কিন্তু ওই চার জন স্রোতের টানে তলিয়ে যায়। গোটা ঘটনাটিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং উদ্ধারকারী দল। ডাকা হয় রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীকেও। স্থানীয় সূত্রে খবর, বেশ কয়েক ঘণ্টা তল্লাশির পর দু’জনের দেহ উদ্ধার করা হয়। বাকি দু’জনের খোঁজে চলছে তল্লাশি।

    রাজ্যের পুলিশ মন্ত্রী অনিতা বলেন, “স্বর্ণমুখী নদীতে চার কিশোরের তলিয়ে যাওয়ার ঘটনায় আমিও হতবাক। দীর্ঘক্ষণ তল্লাশির পর দু’জনের দেহ উদ্ধার হয়েছে। বাকি দু’জনের খোঁজে তল্লাশি চলছে। মৃতদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। “
  • Link to this news (প্রতিদিন)