মধ্যপ্রদেশে মদের দোকানে স্কুল ছাত্রীরা! প্রকাশ্যে বিজেপি শাসিত রাজ্যের নগ্নরূপ
প্রতিদিন | ২৬ অক্টোবর ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মদের দোকানে স্কুল ছাত্রীদের ভিড়! এমনই অবাক করা ছবি দেখা গেল মধ্যপ্রদেশের মণ্ডালা জেলার নৈনপুরে। বিষয়টি প্রকাশ্যে আসার পরই নিন্দায় সরব হয়েছেন প্রত্যেকে। পাশাপাশি, ঘটনায় ক্ষুদ্ধ স্থানীয় বাসিন্দারাও। প্রশ্ন উঠছে বিজেপি শাসিত এই রাজ্যের আইনশৃঙ্খলা এবং সামাজিক সচেতনতা নিয়েও।
এই সংক্রান্ত একাধিক ছবি এবং ভিডিও প্রকাশ্যে এসেছে (যদিও সেগুলির সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল)। যেখানে দেখা যাচ্ছে, স্কুল ইউনিফর্ম পরেই ছাত্রীরা মদের দোকানে গিয়ে মদ কিনছে। আরও অবাক করা বিষয় হল দোকানদার আইন লঙ্ঘন তাদের হাতে মদের বোতল তুলেও দিচ্ছেন। তবে এই ভিডিও ছড়িয়ে পড়তেই পদক্ষেপ করে পুলিশ। তড়িঘড়ি তারা সেই দোকানে উপস্থিত হন এবং শুরু করেন তদন্ত। প্রাথমিক তদন্তের পর জানা গিয়েছে, ওই ছাত্রীরা প্রত্যেকেই নাবালিকা। এরপরই সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট (এসডিএম) আশুতোষ ঠাকুর রাজ্যের আবগারি বিভাগকে পুঙ্খানুপুঙ্খ তদন্তের পর রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেন।
এই ঘটনাটি প্রকাশ্যে আসার পরই মণ্ডালা এবং তার বাইরেও ক্ষোভের সৃষ্টি হয়েছে। দোকান মালিকের বিরুদ্ধে তাঁরা কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জায়িয়েছেন। পাশাপাশি, গোটা ঘটনায় তাঁরা প্রশাসনকেও কাঠগড়ায় তুলেছেন। তাঁদের প্রশ্ন, অপ্রাপ্তবয়স্কদের কীভাবে প্রকাশ্যে মদ বিক্রি করা হল?