বিজেপিশাসিত ওড়িশায় ‘গণধর্ষণে’র শিকার দুই আদিবাসী কিশোরী, প্রশ্নের মুখে প্রশাসন
প্রতিদিন | ২৬ অক্টোবর ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিজেপিশাসিত রাজ্যে ফের ‘গণধর্ষণে’র শিকার দুই আদিবাসী কিশোরী। যাত্রা দেখে বন্ধুদের সঙ্গে বাড়ি ফেরার পথে গণধর্ষণের শিকার হন ওই দুই কিশোরী। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ওড়িশার ময়ূরভঞ্জের। ইতিমধ্যে ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকি আরও দুজনের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। শুধু তাই নয়, ধৃতদের খোঁজে বিভিন্ন জায়গায় শুরু হয়েছে পুলিশের তল্লাশি। গত কয়েকমাসের ব্যবধানে বিজেপিশাসিত ওড়িশায় একের পর এক ধর্ষণের ঘটনা ঘটেছে। যা নিয়ে প্রশ্নের মুখে মহিলা নিরাপত্তা এবং সুরক্ষা। এর মধ্যেই ফের গণধর্ষণের ঘটনা ওড়িশায়।
পুলিশ সূত্রে খবর, গত বুধবার রাতে চাঞ্চল্যকর এই ঘটনা ঘটে। শুক্রবার স্থানীয় রাসগোবিন্দপুর থানায় গনধর্ষণের অভিযোগ জানায় ওই দুই নাবালিকার পরিবার। এরপরেই ঘটনা সামনে আসে। পুলিশ সূত্রে জানা যায়, নির্যাতনের শিকার হওয়া ওই দুই কিশোরীর একজনের বয়স ১৩ এবং অন্যজনের ১৪ বছর। একজন ক্লাস ৮ এবং অপরজন ক্লাস ৯ এর পড়ুয়া। স্থানীয় একটি গ্রামেই যাত্রার আসর বসেছিল। সেখান থেকেই বুধবার রাতে ওই দুই কিশোরী দুই বন্ধুর সঙ্গে বাইকে করে ফিরছিলেন বলে দাবি। অভিযোগ, সেই সময় অজ্ঞাত পরিচয় বেশ কয়েকজন তাঁদের পথ আটকায়। শুধু তাই নয়, দুই কিশোরীর সঙ্গে থাকা বন্ধুকে বেধড়ক মারধর করা হয় অভিযোগ। এরপর দুই কিশোরীকে টেনে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ।
প্রথমে বাড়িতে কিছু না জানালেও পরেই ওই দুই আদিবাসী কিশোরী পরিবারকে গোটা ঘটনা খুলে বলে। এরপরেই রাসগোবিন্দপুর থানায় গনধর্ষণের অভিযোগ দায়ের হয়। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করা হয়েছে। তিনজনকে গ্রেপ্তার করলেও বাকি দুজনের খোঁজ চালাচ্ছে সে রাজ্যের পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে জোর বিতর্ক তৈরি হয়েছে।