• ৩০০ মিটার টেনে নিয়ে গেল বাস! মর্মান্তিক পথ দুর্ঘটনায় রানিনগরে মৃত এক
    প্রতিদিন | ২৬ অক্টোবর ২০২৫
  • অতুলচন্দ্র নাগ, ডোমকল: পথ দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু এক মানসিক ভারসাম্যহীন যুবকের। বাস ধাক্কা মারার পর প্রায় ৩০০ মিটার রাস্তা টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার অভিযোগ। শনিবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রানিনগর থানার কূপতলায়। মৃত যুবকের নাম রেন্টু সেখ (৩০)। দুর্ঘটনার পরেই আটক করা হয়েছে ঘাতক বাসটিকে। জানা যায়, ঘটনার পরেই অভিযুক্ত বাস চালক নিজেই বাস নিয়ে রানিনগর থানার কাছে রেখে পালিয়ে যায়। অভিযুক্তের খোঁজ চালাচ্ছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত ওই যুবক মানসিক ভারসাম্যহীন। স্থানীয় আস্রাফ আলি বলেন” বাড়ির সামনে রাস্তার ধারে দাঁড়িয়ে ছিলেন ওই যুবক। সেই সময় সাগরপাড়া থেকে শেখপাড়ার দিকে যাচ্ছিল একটি যাত্রীবোঝাই বাস। কোনও কারণে বাসটি সেখানে সামান্য গতি কমালে রেন্টু শেখ হঠাৎ দৌড়ে গিয়ে বাসের পিছনের বাম্পারে উঠে পড়েন। কিন্তু বাসটি গতি বাড়াতেই তিনি পিছলে পড়ে যান। পড়ে যাওয়ার সময় তাঁর লুঙ্গি বাম্পারের সঙ্গে জড়িয়ে যায়। ফলে টানা প্রায় ৩০০ মিটার রাস্তা জুড়ে ঘর্ষণে তাঁর মুখ, বুক ও পিঠের চামড়া উঠে যায়।”

    প্রকাশ্য রাস্তায় এই ঘটনা দেখে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। চিৎকার চেঁচামেচি শুরু করে দেন পথচলতি মানুষ। স্থানীয়দের উত্তেজনার পর বেশ কিছুটা এগিয়ে বাসটি দাঁড়িয়ে পড়ে। সেই সময় স্থানীয়রাই একেবারে গুরুতর আহত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে। ঘটনাস্থলে যায় পুলিশ। পরিস্থিতি বেগতিক দেখেই বাস নিয়ে দ্রুত এলাকা ছেড়ে চম্পট দেন অভিযুক্ত চালক। অন্যদিকে গুরুতর জখম অবস্থায় রেন্টুকে প্রথমে রানিনগরের গোধনপাড়া ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসক মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। তবে বহরমপুরে পৌঁছনোর আগেই তার মৃত্যু হয় বলে জানিয়েছেন মৃতের মা জুবেদা বিবি। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে কূপতলা এলাকায়। খবর পেয়ে রানিনগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
  • Link to this news (প্রতিদিন)