• স্কুলেই অষ্টম শ্রেণির ছাত্রীর শ্লীলতাহানি! অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবিতে বিক্ষোভ তমলুকে
    প্রতিদিন | ২৬ অক্টোবর ২০২৫
  • সৈকত মাইতি, তমলুক: স্কুলের মধ্যেই অষ্টম শ্রেণির ছাত্রীর শ্লীলতাহানি! অভিযুক্ত স্কুলেরই এক শিক্ষক! সেই ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে কঠিন শাস্তির দাবিতে সরব হলেন স্কুলের পড়ুয়াদের অভিভাবক-সহ এলাকার বাসিন্দাদের একাংশ। রাস্তায় নেমে চলে বিক্ষোভ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের তমলুকে। অভিযুক্ত ওই শিক্ষকের নাম রনজিত ঘোড়ুই।

    জানা গিয়েছে, ঘটনাটি দুর্গাপুজোর আগে স্কুল চলাকালীন সময়ের। অষ্টম শ্রেণির এক ছাত্রীর শ্লীলতাহানি করার অভিযোগ ওই শিক্ষকের বিরুদ্ধে। তিনি স্কুলের শারীরশিক্ষার শিক্ষক হিসেবে নিযুক্ত বলে জানা গিয়েছে। পুজোর ছুটি শুরু হয়ে যাওয়ায় বিষয়টি নিয়ে তেমন কোনও হইচই হয়নি। ভাইফোঁটার পর স্কুল খোলে। আজ, শনিবার অভিভাবকদের একাংশ ও স্থানীয়রা জড়ো হল স্কুলের সামনে। প্রধান শিক্ষকের কাছে ডেপুটেশনও দেওয়া হয়। অভিযুক্ত শিক্ষক রনজিত ঘোড়ুই আগেও অনেক কুকর্ম করেছেন বলে অভিযোগ। স্কুলেরই শিক্ষিকাদের অপমান, হেনস্তা করার অভিযোগ আছে তাঁর বিরুদ্ধে। এক শিক্ষিকাকে ওষুধের স্ট্রিপ-সহ থালা ছুড়ে মারা হয়েছিল! শিক্ষিকাদের গায়েও হাত তোলা হত! 

    ঘটনার প্রতিবাদ করে প্রধান শিক্ষককেও হুমকির মুখে পড়তে হয়েছে বলে অভিযোগ। অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে প্রধান শিক্ষকের তরফে একাধিকবার ডিআই-কে জানানো হয়েছিল। তারপরও ওই শিক্ষকের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করা হয়নি বলে অভিযোগ। অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবিতে এবার সরব হয়েছেন স্থানীয়রা। ঘটনায় সাময়িক উত্তেজনা ছড়ায় ওই এলাকায়। এদিন অভিযুক্ত শিক্ষক স্কুলে উপস্থিত ছিলেন না। তাঁকে একাধিকবার ফোন করা হলেও তিনি তা ধরেননি বলে খবর।
  • Link to this news (প্রতিদিন)