হুগলিতে জাতীয় সড়কের উপর মর্মান্তিক পথ দুর্ঘটনা, মৃত্যু তিন মৃৎশিল্পীর
প্রতিদিন | ২৬ অক্টোবর ২০২৫
সৌরভ মাজি-সুমন করাতি: মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল তিনজনের। শনিবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হুগলির গুড়াপের ১৯ নম্বর জাতীয় সড়কে। জানা যাচ্ছে, মৃত তিনজনই পেশায় মৃৎশিল্পী। যদিও দুর্ঘটনায় ঘাতক গাড়িটিকে এখনও ধরতে পারেনি পুলিশ। ঘটনার তদন্তে নেমেছে গুড়াপ থানার পুলিশ। কীভাবে এই ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। শুধু তাই নয়, জাতীয় সড়কের উপর থাকা সিসিটিভিও দেখছে পুলিশ।
মৃত তিনজনের নাম বিভাস মণ্ডল (৩০), নিমাই দাস (৩৮) এবং কৌশিক মণ্ডল (২৮)। এদিন ওই তিন মৃৎশিল্পী একটি ১০৭ গাড়িতে চেপে আসানসোল থেকে হিঙ্গলগজ্ঞ যাচ্ছিলেন। দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরে এগোচ্ছিল গাড়ি। সেই সময় গুড়াপ থানার কানাজুলি এলাকায় চলন্ত ওই গাড়ির পিছনে ধাক্কা মারে আরেকটি গাড়ি। নিয়ন্ত্রণ হারিয়েই এই দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিক অনুমান পুলিশের। স্থানীয়রাই প্রথমে উদ্ধারকাজে হাত লাগান। আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। জানা যায়, সেখানেই তিনজনের মৃত্যু হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিভাসের বাড়ি উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জে। কৌশিকের বাড়ি উত্তর ২৪ পরগনার হাড়োয়া থানা এলাকায়। নিমাইয়ের বাড়ি কলকাতার রবীন্দ্র সরোবর থানা এলাকায়।
পুলিশ জানিয়েছে, ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু হয়েছে। যদিও যে গাড়িটির সঙ্গে ধাক্কা লাগে সেটিকে এখনও ধরা সম্ভব হয়নি। খোঁজ চালানো হচ্ছে। অন্যদিকে মৃতদের পরিবারেও খবর দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়। প্রশ্ন উঠছে জাতীয় সড়কের উপর পুলিশের নজরদারি নিয়ে।