• নিউটাউনে আবাসনের নিচে মহিলার রক্তাক্ত দেহ! খুন নাকি অন্য কিছু?
    প্রতিদিন | ২৬ অক্টোবর ২০২৫
  • ফারুক আলম, বিধাননগর: বহুতলের নিচ থেকে উদ্ধার হল এক মহিলার রক্তাক্ত মৃতদেহ! চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বিধাননগরের নিউটাউন এলাকায়। মৃতার নাম রচনা পারিয়াল। ওই বহুতলের একটি ফ্ল্যাটেই তিনি থাকতেন বলে খবর। কীভাবে ওই মৃত্যু হল? খুন নাকি অন্য কিছু? সেই বিষয়ে প্রশ্ন উঠেছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

    পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, নিউটাউনের সাপুরজি এলাকায় একাধিক বহুতল আছে। তেমনই একটি বহুতল আবাসনের একই ফ্ল্যাটে স্বামীর সঙ্গে থাকতেন ওই মহিলা। গতকাল, শুক্রবার মধ্যরাতে ওই বহুতলের কাছে একটি সজোরে আওয়াজ পান নিরাপত্তারক্ষীরা। খোঁজাখুঁজি শুরু হয়। বহুতলের নিচের একটি অংশে রচনা পারিয়ালকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। দ্রুত তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

    খবর দেওয়া হয় টেকনোসিটি থানায়। পুলিশ হাসপাতাল ও ওই আবাসনে তদন্তের জন্য যায়। খুন নাকি আত্মহত্যা? নাকি তিনি উপর থেকে অসতর্ক হয়ে পড়ে গিয়েছেন? সেই প্রশ্ন উঠেছে। রাতে কি স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া চলছিল? সেসময় কি তিনি ফ্ল্যাটের ফাঁকা জায়গা থেকে পড়ে যান? নাকি ফেলে দেওয়া হয়েছে? সেই প্রশ্ন রয়েছে। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। গোটা বিষয়টি খতিয়ে দেখছে টেকনোসিটি থানার পুলিশ। পরিবারের লোকদের সঙ্গেও কথা বলা হচ্ছে। ঘটনায় প্রতিবেশীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।
  • Link to this news (প্রতিদিন)