বাবুঘাটে ছটপুজো, আগামী সপ্তাহে চক্ররেলের গতিপথ বদলের বিজ্ঞপ্তি দিল রেল
প্রতিদিন | ২৬ অক্টোবর ২০২৫
নব্যেন্দু হাজরা: দুর্গাপুজো, কালীপুজো সবেমাত্র মিটেছে। এবার পালা ছটপুজোর। মূলত অবাঙালিরাই ছটপুজো করে থাকেন। সংসারের শ্রীবৃদ্ধি এবং মঙ্গল কামনায় সূর্য দেবতা এবং দেবী ষষ্ঠীর আরাধনা করেন তাঁরা। আগামী সোমবার এবং মঙ্গলবার রয়েছে ছটপুজো। পুজো উপলক্ষে বহু মানুষ গঙ্গায় নেমে পুজো সারবেন। সেই সময় মানুষের নিরাপত্তার কথা মাথায় রেখে চক্ররেলের পরিষেবা নিয়ন্ত্রণ করা হবে বলে বিজ্ঞপ্তি দিয়ে জানাল শিয়ালদহ ডিভিশন। আগামী দু’দিন চক্ররেলের একাধিক ট্রেনের গতিপথ বদল করা হয়েছে। একইসঙ্গে বেশ কয়েকটি ট্রেনও বাতিল করা হয়েছে। ইতিমধ্যে এই বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে রেলের তরফে।
রেলের দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২৭ তারিখ অর্থাৎ সোমবার চক্ররেলের একাধিক লোকাল কলকাতা স্টেশন পর্যন্ত চালানো হবে। এছাড়াও বেশ কিছু ট্রেন চালানো হবে কলকাতা স্টেশন থেকে। রুট সংক্ষিপ্ত করে একটি লোকাল বারাসত পর্যন্ত চালানো হবে। এছাড়াও ছটপুজো উপলক্ষে বেশ কিছু লোকালকে ঘুরপথে চালানো হবে বলে রেলের দেওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। পাশাপাশি ৯টি লোকাল বাতিল করা হয়েছে।
শুধু সোমবারেই নয়, মঙ্গলবারেও একইভাবে চক্ররেলের একাধিক লোকাল নিয়ন্ত্রণ করা হবে। বেশ কিছু লোকাল ট্রেনের গতিপথ যেমন সংক্ষিপ্ত করা হয়েছে। পাশাপাশি বেশ কিছু ট্রেনকে ঘুরপথেও চালানো হবে বলে রেলের দেওয়া বিজ্ঞপ্তি। পাশাপাশি বেশ কিছু লোকাল বাতিল থাকবে।
বলে রাখা প্রয়োজন, সার্কুলার লাইন চক্র লাইন বলে অতীত থেকে পরিচিত। দমদম স্টেশন হয়ে পাতিপুকুর, কলকাতা স্টেশন হয়ে বিবাদী বাগ হয়ে প্রিন্সেপ ঘাট স্টেশনে এই লাইন দিয়ে ট্রেন চলাচল করে। প্রিন্সেপ ঘাট থেকে মাঝেরহাট হয়ে পরবর্তীতে বালিগঞ্জের সঙ্গেও যুক্ত হয়েছে এই লাইন। এই লাইনের বাগবাজার, শোভাবাজার, বড়বাজার, ইডেন উদ্যান, প্রিন্সেপ ঘাট স্টেশনগুলি গঙ্গার পাড় সংলগ্ন এলাকায়। অফিস যাত্রীদের চাপ থাকে এই লাইনের ট্রেনগুলিতে। আগামী সোমবার এবং মঙ্গলবার চক্ররেল নিয়ন্ত্রণের ফলে চরম ভোগান্তির মধ্যে পড়তে হবে সাধারণ মানুষকে।