• দুই দশক পর একসঙ্গে পর্দায় ঋতুপর্ণা ও মমতা শঙ্কর, ‘রেখা’ ছবির শুটিংয়ে কেমন জমল রসায়ন?
    প্রতিদিন | ২৫ অক্টোবর ২০২৫
  • শম্পালী মৌলিক: শেষবার তাঁদের একসঙ্গে পাওয়া গিয়েছিল ঋতুপর্ণ ঘোষের ‘উৎসব’ ছবিতে। তার দুই দশকেরও বেশি সময় পর আবার তাঁরা একত্রে। কথা হচ্ছে বিশিষ্ট শিল্পী মমতা শঙ্কর এবং টলিকুইন ঋতুপর্ণা সেনগুপ্ত প্রসঙ্গে। অনুপ দাসের ‘রেখা’ ছবির শুটিংয়ে তাঁদের পাওয়া গেল দীপাবলির সময়, ভবানীপুর চত্বরের একটি বাড়িতে। ছবির নামেই সব চেয়ে বড় চমক। জানা গেল মমতা শঙ্কর রয়েছেন ‘রেখা’-র চরিত্রে অর্থাৎ তিনি নামভূমিকায়। ছবিতে প্রবীণ অভিনেত্রীর বাড়িতে পরিচারিকার চরিত্রে দেখা যাবে ঋতুপর্ণাকে।

    একাকী ‘রেখা’-র দেখভালের দায়িত্ব ঋতুপর্ণার ওপর। বোঝাই যাচ্ছে সামাজিক বার্তা রয়েছে এবং এই সময়ের প্রতিফলন থাকবে অনুপ দাসের এই ছবিতে। ‘ডিয়ার মা’-এর পর ফের বাংলা ছবিতে দেখা যাবে সায়ন মুন্সীকে। তার সঙ্গে ঋতুপর্ণার চরিত্রটির একটা যোগ রয়েছে। সায়নও এই বাড়িতেই থাকেন এবং বৃদ্ধার দেখাশোনা করেন, গল্প এমনটাই। এর আগে রিয়া সেনের শুটিং হয়ে গিয়েছে, খবর তেমন। ‘বুলি’র চরিত্রে ঋতুপর্ণাকে দেখাচ্ছে ভারি সুন্দর। সেটে তাঁর আর মমতা শঙ্করের রসায়ন চমৎকার। আশা করা যায় ছবিতে তার ছাপ স্পষ্ট হবে।

    উল্লেখ্য, এর আগে মমতা শঙ্কর অভিনীত চরিত্রে অভিনয় করার কথা ছিল নাফিসা আলির। কিন্তু ক্যানসারের সঙ্গে লড়াই চালাচ্ছেন অভিনেত্রী। চতুর্থ ধাপের ক্যানসারের চিকিৎসা চলছে তাঁর। তাই এই ছবিতে অভিনয় করা সম্ভব হয়নি আর তাঁর। নাফিসার সেই চরিত্রে অভিনয় করতে গিয়ে বর্ষীয়ান অভিনেত্রী মমতা শঙ্কর এর আগে সংবাদমাধ্যমকে বলেছিলেন, নাফিসার জায়গায় তাকে কীভাবে ভাবা হল তা তিনি নিজেও জানেন না। একইসঙ্গে তাকে এই চরিত্রে ভাবার জন্য ছবির টিমকে ধন্যবাদ জানিয়েছিলেন তিনি। বহুদিন পর ঋতুপর্ণার সঙ্গে অভিনয় করতে পেরেও বেশ খুশি তিনি। বলে রাখা ভালো একেবারে অন্যরকম চরিত্রে দর্শক দেখতে পাবেন ঋতুপর্ণাকে।
  • Link to this news (প্রতিদিন)