সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভাইবোনের সম্পর্কের টানাপোড়েন নিয়ে কোয়েল মল্লিকের নতুন ছবি ‘স্বার্থপর’। ভাইফোঁটা উপলক্ষে সদ্য মুক্তিপ্রাপ্ত এই সিনেমাকে ইতিমধ্যেই সিনেসমালোচক থেকে দর্শকমহল প্রশংসায় ভরিয়েছে। তাঁদের মতে, কোয়েল মল্লিকের কেরিয়ারের অন্যতম সেরা পারফরম্যান্স ‘স্বার্থপর’-এর অপর্ণা। এমন আবহে শুক্রবার দক্ষিণ কলকাতার এক মাল্টিপ্লেক্সে সিনেমার প্রিমিয়ার অনুষ্ঠিত হল। উপস্থিত ছিলেন টলিপাড়ার তাবড় তারকারা। সেই তালিকায় রয়েছেন রাজ চক্রবর্তীও। সেখানেই ‘স্বার্থপর’ দেখে আবেগপ্রবণ হয়ে কলম ধরলেন পরিচালক।
নারী অধিকারের বার্তা দেওয়া অন্নপূর্ণা বসু পরিচালিত এই সিনেমার বিষয় ভাবনা ইতিমধ্যেই টলিউডের আলোচ্য বিষয়বস্তু হয়ে উঠেছে। আধুনিকতার পালে হাওয়া লাগলেও নারীঅধিকারের ক্ষেত্রে সমাজের মন-মানসিকতা যে বিন্দুমাত্র বদলায়নি, সেই ঘুণ ধরা মানসিকতাই প্রতিফলিত হয়েছে ‘স্বার্থপর’-এ। শুক্রবার প্রেক্ষাগৃহ থেকে বেরনোর পরও সিনেমার রেশ কাটাতে পারেননি রাজ চক্রবর্তী। অতঃপর গোটা টিমকে বাহবা দিয়ে কোয়েল মল্লিককে প্রশংসায় ভরাতেও ভুললেন না পরিচালক-প্রযোজক।
সোশাল মিডিয়ায় রাজ লিখেছেন, ”স্বার্থপর’ দেখে বেরোলাম। চোখ ভিজে আছে এখনও। খুব সুন্দরভাবে তৈরি একটা ছবি এবং উপযুক্ত চিত্রনাট্যের মাধ্যমে ভীষণ সমসাময়িক একটি গল্প ফুটিয়ে তোলা হয়েছে। অসাধারণ ডিরেকশন, ক্যামেরা, এডিট। যার কথা সব থেকে বেশি বলব, কোয়েল মল্লিক। প্রত্যেকটা ফ্রেমে নিজের বিশ্বাসযোগ্য অভিনয় দিয়ে চরিত্রটির মধ্যে প্রাণ ঢেলে দিয়েছে। সঙ্গে অবশ্যই কৌশিক সেনের অনবদ্য সঙ্গত এবং এই দুই চরিত্রের টানাপোড়েন এই ছবির প্রাণবিন্দু হয়েছে। সঙ্গে রঞ্জিত মল্লিক এবং অনির্বাণ চক্রবর্তীর উজ্জ্বল উপস্থিতি এই ছবিকে আলোকিত করেছে। গানগুলি অসাধারণ।’ শেষপাতে রাজের সংযোজন, ‘দয়া করে সকলে প্রেক্ষাগৃহে গিয়ে দেখে আসুন।’
প্রসঙ্গত, চব্বিশ সালের ডিসেম্বর মাসে বড়পর্দায় সন্তানের সঙ্গে মা-বাবার আইনি লড়াই দেখিয়ে চোখ ভিজিয়েছিলেন রাজ খোদ। রক্তের সম্পর্কের বিরুদ্ধে গিয়ে আলাদতের কাঠগড়ায় যখন কাউকে দাঁড়াতে হয়, তখন সেই মানুষটির মন-মানসিকতার অতলে যে ঝড় বয়ে যায়, সেই বিষয় ভাবনাতেই কোথাও যেন রাজের ‘সন্তান’-এর সঙ্গে ‘স্বার্থপর’-এর ভাবনার সাযুজ্য পাওয়া গেল।