• ‘কাউকে ছাড়া হবে না’, মহারাষ্ট্রে মহিলা চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় আশ্বাস ফড়নবিশের
    এই সময় | ২৬ অক্টোবর ২০২৫
  • মহারাষ্ট্রের সাতারা জেলার তরুণী চিকিৎসক পুলিশের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলে আত্মঘাতী হয়েছেন। ঘটনায় তোলপাড় গোটা দেশ। মহারাষ্ট্রের বিজেপি সরকারের বিরুদ্ধে সরব হয়েছে বিরোধীরা। এই ঘটনায় জড়িত কাউকেই ‘রেহাই দেওয়া হবে না’ বলে জানালেন মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ। 

    শনিবার একটি সাংবাদিক সম্মেলনে ফড়নবিশ বলেন, ‘গতকাল আমরা এই ঘটনার সঙ্গে জড়িত অফিসারকে বরখাস্ত করেছি। তদন্ত শুরু হয়েছে। যদি কেউ প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে জড়িত থাকেন, তবুও তাঁদের রেহাই দেওয়া হবে না।’

    মহিলা চিকিৎসকের মৃত্যুর পরে একাধিক গুরুতর অভিযোগ তুলেছে তাঁর পরিবার। পরিবারের দাবি, চিকিৎসককে দিয়ে ভুয়ো মেডিক্যাল রিপোর্ট তৈরি করিয়ে নেওয়া হতো। শারীরিক কোনও পরীক্ষা ছাড়াই রিপোর্ট লিখে দিতে হতো। মূল অভিযুক্ত সাব-ইনস্পেক্টর এবং অন্যরা তাঁকে হুমকি দিত বলেও অভিযোগ। এমনকী, মহারাষ্ট্রের এক সাংসদ হুমকি দিতেন বলেও অভিযোগ। তরুণী একটি নোটে উল্লেখ করে যান, সাংসদের দুই ব্যক্তিগত সহকারী হাসপাতালে তাঁর সঙ্গে দেখা করতে এসেছিলেন। তাঁরাই ফোনে চিকিৎসকের সঙ্গে ওই সাংসদের কথা বলিয়ে দিয়েছিল। যদিও সেই সাংসদের নাম প্রকাশ্যে আনা হয়নি।

  • Link to this news (এই সময়)