বৃষ্টি হয়নি, তবু আধা শুকনো রাস্তাতেই খলবল করছে কয়েকশো মাগুর। এমন দৃশ্য দেখে চক্ষু চড়কগাছ স্থানীয়দের। বর্ধমানের ১৯ নম্বর জাতীয় সড়কের ফাগুপুর এলাকায় দেখা গেল এমনই দৃশ্য।
জানা গিয়েছে, শনিবার রাত সাতটা নাগাদ মাগুর মাছ ভর্তি পিক আপ ভ্যান উল্টে যায় বর্ধমানের ১৯ নম্বর জাতীয় সড়কে। বর্ধমানের দিক থেকে দুর্গাপুরের দিকে মাগুর মাছ ভর্তি পিকআপ ভ্যানটি যাচ্ছিল। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা লেগে উল্টে যায় ভ্যানটি। গোটা রাস্তায় ছড়িয়ে যায় ভ্যানে থাকা মাগুর মাছ।
বিস্তারিত আসছে...