• ১ নভেম্বর থেকে ‘চরম দারিদ্র্যমুক্ত’ কেরল: বিজয়ন
    বর্তমান | ২৬ অক্টোবর ২০২৫
  • তিরুবনন্তপুরম: ১ নভেম্বর কেরলের প্রতিষ্ঠা দিবস বা পিরাভি দিবস। সেদিনই রাজ্যকে ‘চরম দারিদ্র্যমুক্ত’ হিসেবে ঘোষণা করতে চলেছে মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের সরকার। দেশের মধ্যে প্রথম রাজ্য হিসেবে এই শিরোপা পেতে চলেছে কেরল। এদিন এক্স হ্যান্ডলে একটি পোস্ট করেন বিজয়ন। সেখানে তিনি লিখেছেন, ২০২১ সালে টানা দ্বিতীয়বার ক্ষমতায় আসে এলডিএফ সরকার। তখনই এই লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছিল। এজন্য  চরম দারিদ্র্য সীমার নীচে বসবাসকারী ৬৪ হাজার ৬টি থাকা পরিবারকে চিহ্নিত করা হয়। ওই পরিবারগুলির প্রয়োজন অনুসারে একেবারে তৃণমূল স্তরে পরিকল্পনা গ্রহণ করা হয়। ১ হাজার কোটি টাকা খরচ করা হয়েছে। তার মাধ্যমে সংশ্লিষ্ট পরিবারগুলির খাদ্য, স্বাস্থ্য, আবাস, প্রয়োজনীয় কাগজপত্র ও আয় সুনিশ্চিত করেছে সরকার। তাতেই সাফল্য মিলেছে। 
  • Link to this news (বর্তমান)