নিরঞ্জনের শোভাযাত্রায় বচসা, ত্রিপুরায় মঞ্চ থেকে টেনে নামিয়ে ওসিকে বেধড়ক মার, বিজেপি শাসিত রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন
বর্তমান | ২৬ অক্টোবর ২০২৫
আগরতলা: কালীপুজোর নিরঞ্জনকে কেন্দ্র করে অশান্তি ত্রিপুরায়। দু’পক্ষের বচসা থামাতে গিয়ে আক্রান্ত পুলিশ। বেধড়ক মার খেলেন আগরতলার বিলোনিয়া থানার ওসি শিবুরঞ্জন দে। ওসিকে নিগ্রহের এই ভিডিও ইতিমধ্যেই সামনে এসেছে। এই ঘটনা বিজেপি শাসিত ত্রিপুরার আইনশৃঙ্খলার হাল নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। আগরতলার ঘটনায় ডাবল ইঞ্জিন রাজ্যে পুলিশের অসহায়তাই বেআব্রু হয়ে পড়ল বলে অভিযোগ বিরোধীদের। তারা বলেছে, যেখানে পুলিশই সুরক্ষিত নয়, সেখানে সাধারণ মানুষের অবস্থা সহজেই অনুমেয়। বিজেপিকে খোঁচা দিতে ছাড়েনি তৃণমূল কংগ্রেসও। জোড়াফুল শিবিরের মুখপাত্র কুণাল ঘোষের কটাক্ষ, ‘ ত্রিপুরার আইনশৃঙ্খলা নিয়ে সেরাজ্যের ডবল ইঞ্জিন সরকার কি কিছু বলবে?’ পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, নম্বর ১ তিলা মার্চেন্ট অ্যাসোসিয়েশনের নিরঞ্জনের শোভাযাত্রা আটকে দেওয়ার অভিযোগ উঠেছিল ওরিয়েন্টাল ক্লাবের বিরুদ্ধে। তানিয়ে দু’পক্ষের মধ্যে বচসা শুরু হয়। পরিস্থিতি সামাল দিতে টিম নিয়ে ঘটনাস্থলে হাজির হন ওসি শিবুরঞ্জন। সেইসময় ওরিয়েন্টাল ক্লাবের অস্থায়ী মঞ্চে তারস্বরে ডিজে চলছিল। তিনি তা বন্ধ করতে গেলে ঝামেলা শুরু হয়। ওসিকে মঞ্চ থেকে টেনে নামিয়ে মারধর করা হয় বলে অভিযোগ। পরিস্থিতি মোকাবিলায় বিলোনিয়ার এসডিপিও বিরাট পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছন। এলাকায় শান্তি বজায় রাখতে গভীর রাত পর্যন্ত বাহিনী মোতায়েন ছিল। পুলিস জানিয়েছে, ওসির উপর হামলাকীরদের চিহ্নিত করা হয়েছে। ইতিমধ্যেই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি চলছে। অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।