নয়াদিল্লি: ইউটিউবার জ্যোতি মালহোত্রার জামিনের আর্জি ফের খারিজ করল হরিয়ানার হিসারের একটি আদালত। গত ১৬ মে মাসে গুপ্তচর সন্দেহে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টে জ্যোতিকে গ্রেফতার করে পুলিশ। আদালতের পর্যবেক্ষণ, জ্যোতি মুক্তি পেলে তদন্ত প্রক্রিয়া ব্যাহত হতে পারে। অতিরিক্ত দায়রা আদালতের বিচারক ডঃ পারমিন্দর কাউর এদিন জ্যোতির আবেদন খারিজ করে বলেছেন, ‘দায়ের হওয়া মামলা গুরুতর। তাঁর কাছ থেকে পাওয়া ইলেকট্রনিক্স ডিভাইস থেকে ফরেনসিক উপাদান উদ্ধার হয়েছে। এসএমএসির (মাল্টি এজেন্সি সেন্টার) গোয়েন্দা তথ্য, এক বিদেশি আধিকারিকের সঙ্গে যোগাযোগ ও সংবেদনশীল এলাকায় যাতায়াত, সবমিলিয়ে যুক্তিসঙ্গত আশঙ্কা তৈরি করে যে জ্যোতি মুক্তি পেলে তদন্ত ও ডিজিটাল প্রমাণ লোপাট করতে পারে। পাশাপাশি তাঁর মুক্তি জনস্বার্থ ও জাতীয় নিরাপত্তারও পরিপন্থী।’ যদিও জ্যোতির আইনজীবী এদিন দাবি করেছিলেন, যে সব গোয়েন্দা তথ্যের উপর ভরসা করা হচ্ছে তা পরীক্ষিত নয়। সরকারপক্ষের আইনজীবীও সরাসরি জ্যোতির বিরুদ্ধে কোনও প্রমাণ, বিদেশি এজেন্টদের সঙ্গে যোগাযোগ বা গোপন তথ্য পাচারের প্রমাণ দিতে পারেনি।